প্রকাশিত: ০৫/১০/২০১৬ ৯:১৯ পিএম

tipaশামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহাম্মদকে ফের সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ উপজেলা শাখা-২ সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত চিঠিতে ২ অক্টোবর (রবিবার) ওই সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

আদেশের প্রেক্ষিতে জানাযায়, উপজেলা চেয়ারম্যান তোফাইল আহামদের বিরুদ্ধে দায়েরকৃত রামু থানার মামলা নং ২৮/ ২০১৩, জি,আর মামলা ৩০৯/১৩ এবং রামু থানার মামলা ৪০/২০১২,জি,আর মামলা নং ৩০৭/১২ সনে রামুর বৌদ্ধ বসতীতে হামলার ঘটনায় দায়ের করা উক্ত মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

এই ব্যপারে নাইক্ষ্যংছড়ি উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন জানান, মন্ত্রণালয়ের ফ্যাক্স কপি তিনি বৃহ¯ (৫ অক্টোবর) সন্ধ্যায় পেয়েছে বলে নিশ্চিত করে তিনি আরও জানান, চেয়ারম্যান তোফাইল আহামদের বিরুদ্ধে দায়েরকৃত রামু থানার মামলা নং ২৮/ ২০১৩, জি,আর মামলা ৩০৯/১৩ এবং রামু থানার মামলা ৪০/২০১২,জি,আর মামলা নং ৩০৭/১২ সনে রামুর বৌদ্ধ বসতীতে হামলার ঘটনায় দায়ের করা উক্ত মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করেছে বলে তিনি জানান।

আর এদিকে কক্সবাজার আদালতে দুটি মামলার অভিযোগপত্র গৃহীত হওয়ার তথ্য গোপন রেখে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল কাজ চালিয়ে যাচ্ছিলেন। অবৈধ অস্ত্র-গুলি নিজ হেফাজতে রাখার এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ অগ্নিসংযোগ, ভাংচুর-লুটতরাজ ও ক্ষয়ক্ষতির অপরাধে ফৌজদারি দন্ডবিধি মতে, আদালতের হাকিম শুনানি শেষে তার বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। তোফাইল আহমদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত শেষে পুলিশ চার্জশীট দাখিল করলে গত ১৫ সালের (১ অক্টোবর) দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

উল্লেখ্য,  কক্সবাজারের রামু বৌদ্ধবিহারে হামলার মামলার আসামি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা তোফায়েল আহম্মদকে চলতি বছরের ১১ জানুয়ারি ঢাকার সুন্দরবন হোটেলের ৩১৮ নম্বর কক্ষ থেকে একটি পিবিআই দল গ্রেফতার করে এবং চলতি মাসের প্রথম সপ্তাহে তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হয়ে আত্মগোপনে থাকা অবস্থায় গত রোববার (১৮ সেপ্টম্বার ) দুপুর আড়ায়টার দিকে বান্দরবানে গোপন বৈঠকের খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল তাকে আটক করে।

পাঠকের মতামত

হাসপাতালের সেবা বন্ধ রেখে সেন্টমার্টিনে বনভোজন, ভোগান্তিতে রোগীরা!

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সেবা বন্ধ রেখে চিকিৎসকরা গেলেন পিকনিকে। হাসপাতালের চিকিৎসক কমকর্তা-কর্মচারীসহ ...

মাইক নিয়ে যে নির্দেশনা দিল ড. মিজানুর রহমান আজহারী

তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন। আগ্রহী শ্রোতারা সেখানে বসেই তাফসির শুনবেন। শ্রোতাদের সুবিধার্থে ...

ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে ১ ঘণ্টাও লাগবে না :মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আবহমানকাল থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা মুসলিম, ...