শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে গরীব, অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার ২১ ডিসেম্বর সকালে নাইক্ষ্যংছড়ি মসজিদ ঘোনা ও সোনাইছড়িতে আনুষ্ঠানিক ভাবে এ শীতবস্ত্র বিতরণ করেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার এস,এস সরওয়ার কামাল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান।
এদিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইসিডিপি)র পাড়া কেন্দ্র পরির্দশণ ও সনদ বিতরণ করেছে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল উদ্দিন ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার এস,এম সরওয়ার কামাল। অতিথিবৃন্দ ৯জন শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করেন। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইসিডিপি)র উপজেলা ব্যবস্থাপক একে এম রেজাউল হক, সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বিআরডিবি কর্মকর্তা মো: তাজ নাওয়াজউল কবির, সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণ।
পাঠকের মতামত