উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন পরিষদে চাল নিয়ে চালবাজি , গুদামে তালা!
উখিয়ায় জালিয়াপালং ইউনিয়ন পরিষদে হতদরিদ্র উপকারভোগীদের চাল বিতরণ না করে বিক্রির উদ্দেশ্যে মজুদ করার অভিযোগ ...
গত ১৭ই জুলাই রবিবার দৈনিক অাজকের দেশ বিদেশ পত্রিকায় প্রকাশিত নাইক্ষ্যংছড়ি দলীয় কার্য্যালয়ে অনুষ্টিত সভায় ঘুমধুম ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠিত রশিদ সভাপতি,অাবছার কামাল সাধারন সম্পাদক মনোনিত মর্মে প্রকাশিত সংবাদটি অামার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি বানোয়াট ভিত্তিহীন।অামি ঐ দিন ঘুমধুম ইউনিয়ন কমিটি গঠনের সময় সভাপতিত্ব করাতো দুরের কথা উপস্থিত পর্যন্ত ছিলামনা।ঘুমধুম ইউনিয়ন কৃষকলীগের গোলাম সোবাহান সিকদার সভাপতির পুরাতন কমিটি বলবৎ থাকবে এবং নতুন কমিটি গঠনের গুজবে কাউকে কান না দেওয়ার নির্দেশ রইল।ভবিষ্যতে সাংবাদিক ভাইদের যাচাই-বাচাই না করে বানোয়াট,ভিত্তিহীন সংবাদ পরিবেশন না করার অনুরুধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোস্তফা কামাল(লালু)
সভাপতি,
উপজেলা কৃষকলীগ নাইক্ষ্যংছড়ি,বান্দরবান।
পাঠকের মতামত