প্রকাশিত: ২৭/০৭/২০১৬ ১০:২৪ পিএম , আপডেট: ২৭/০৭/২০১৬ ১০:২৫ পিএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি::

বাংলাদেশ-মায়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়িতে বিজিপির গুলিতে এক বাংলাদেশী কাঠুরিয়া আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার (২৭ জুলাই) বিকালে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের জামছড়ি ৪৫ নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে জামছড়ি এলাকার বাসিন্দা জসিম উদ্দিন ও মো: আমিন সীমান্তের বাংলাদেশ অভ্যান্তরে কাঠ কাটার সময় মিয়ানমারের বিজিপি তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে জসিম উদ্দিনের ডান হাতের বাহুতে গুলিবিদ্ধ হয়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে আসে।

স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- গুলিবিদ্ধ জসিম উদ্দিনকে চিকিৎসার জন্য কক্সবাজার নেওয়া হয়েছে।

এ বিষয়ে আশারতলী বিজিবি বিওপির নিয়ন্ত্রণাধীন রামু ৫০ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল শফিউল আজম পারভেজ জানান- সীমান্তে এক কাঠুরিয়া সামান্য আহত হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জেনেছি। তবে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক বলে তিনি জানান।

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...