টেকনাফ উপজেলার নাফ নদীতে বড়শিতে ধরা পড়েছে বড় আকারের এক জোড়া কোরাল মাছ। মাছ দুটির ওজন ৩২ কেজি, বড়টির ওজন ২০ কেজি, ছোটটির ১২ কেজি। দাম হাঁকা হচ্ছে ৪৫ হাজার টাকা।
গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার সময় সাবরাং ইউনিয়ন শাহ পরীর দ্বীপ জেটি ঘাটের নাফ নদীতে হাইর হোছেন নামে এক জেলের বড়শিতে মাছ দুটি ধরা পড়ে। পরে বিকেলে সাবরাং বাজারের ফোর স্টার ফিসিং মালিক মাছ ব্যবসায়ী ছৈয়দ আলমকে মাছ দুটি ৪০ হাজার টাকায় বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী ছৈয়দ আলম জানান, শীতকালে ইদানীং নাফ নদীতে জেলেদের বড়শিতে বড় বড় কোরাল মাছ ধরা পড়ছে। শাহপরীর দ্বীপের স্থানীয় জেলে হাইর হোছেনের কাছ থেকে ৩২ কেজি ওজনের কোরাল মাছ দুটি ৪০ হাজার টাকায় কিনেছি। চট্টগ্রামে নাফ নদীর দেশী বড় কোরালের বেশি চাহিদা ও দাম রয়েছে। বেশি দামে বিক্রি জন্য বরফ দিয়ে ফ্রিজিং করে মাছ দুটি চট্টগ্রাম ফিশারিঘাটে পাঠানো হয় বিক্রির জন্য।
শাহপরীর দ্বীপের ঘুরতে আসা পর্যটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন জানান, শাহ পরীর দ্বীপের ঘুরতে এসে নাফ নদীতে বড়শি দিয়ে সরাসরি মাছ ধরা উপভোগ করলাম। আমার সাথে আমার বউ বাচ্চারা রয়েছে। ওরাও এই দৃশ্য দেখে খুবই খুশি। বড়শিতে ছোট বড় অনেক মাছ ধরা পড়ে। নিজেকে আজ খুব ভাগ্যবান মনে হচ্ছে। এত বড় কোরাল মাছগুলো খেতে না পারলেও সরাসরি নাফনদীতে বঁড়শি দিয়ে মাছ ধরা উপভোগ করলাম।
জেলে হাইর হোছেন বলেন , প্রায় সাত বছর ধরে নাফ নদীতে নৌকা নিয়ে মাছ ধরা বন্ধ রয়েছে। তাই শাহ পরীর দ্বীপ জেটিতে বসে প্রতিদিনের মতো আমরা কয়েকজন মিলে বড়র্শি ফেলি নাফ নদীতে । ঘণ্টাখানেক পর আমার বড়শি টেনে তোলার চেষ্টা করি। কিন্তু বড়শিটি বেশ ভারী মনে হওয়ায় আরও একজনের সহযোগিতা চাই। পরে বড়শি টেনে তুলে দেখি, একটি বড় কোরাল মাছ আটকা পড়েছে। সেটির ওজন ছিল ২০ কেজি। এরপরে তিনি আবারও বড়শি ফেলেন, তিনবার সফল হননি। কিন্তু ২০ মিনিট পরে আমার বন্ধু মোকাদ্দেরে বর্শিতে আরও একটি মাছ আটকা পড়ে। সেটির ওজন ছিল প্রায় ১২ কেজির মতো। পরে জেটিতে মাছ দুটি দেখতে স্থানীয় লোকজন ও পর্যটকরা ভিড় করেন।
টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, নাফ নদীর কোরাল মাছ খুবই সুস্বাদু। কোরাল সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়। কোনো কোনো সময় এর চেয়ে বেশি ওজনের কোরাল পাওয়া যায়। এর মধ্যে প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদীতে এখন বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে। আজও দুইটি কোরাল মাছ পেয়েছে, মাছ দুটির ওজন ৩২ কেজির মত
“ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে” স্লোগানকে সামনে রেখে আগামী ...
পাঠকের মতামত