এপ্রিল থেকে খাদ্য সহায়তা নামছে অর্ধেকে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা
কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় অবস্থিত ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্যের লড়াই যেন ‘স্থায়ী সংস্কৃতিতে’ পরিণত হয়েছে। ...
কক্সবাজারের টেকনাফের নাফ নদে ভেসে এলো অজ্ঞাত এক মরদেহ।
সোমবার সকালে টেকনাফ পৌরসভার কেকেপাড়া (কাউকখালী) ঘাট নামক এলাকায় লাশটি ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা টেকনাফ মডেল থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত লাশটির গায়েরে বাহুতে তারকা খচিত চিহ্ন ও আল্লাহু আকবর লেখা দেখে অনেকে ধারণা করছেন যে, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সঙ্গে চলমান যুদ্ধে নিহত হয়ে লাশটি নাফ নদে ভেসে আসে।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সুত্র: যুগান্তর
পাঠকের মতামত