ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/১২/২০২৪ ৭:৪৪ এএম

ব্যাক টু ব্যাক সাফ চ্যাম্পিয়ন হয়ে কৃতিত্ব রাখা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে বিরল সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (৭ ডিসেম্বর) রাতে কক্সবাজারের ইনানী সৈকত পাড়ের তারকা হোটেল বে ওয়াচ’র নিজস্ব গ্রাউন্ডে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নারী ফুটবলারদের কৃতিত্ব গাঁথা সফলতাগুলো স্মরণ করেন। তিনি বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও নারী ফুটবল দল এগিয়ে যাচ্ছে। তাদের সাপোর্ট দিলে তারা আরও ভালো করবে।

ওয়াকার-উজ-জামান বলেন, নারী ফুটবল দল যেভাবে নিজেদের সক্ষমতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, তাতে করে নারী ফুটবলারদের থেকে প্রত্যাশা বেড়েছে দেশের ক্রীড়া প্রেমীদের। ব্যাক টু ব্যাক সাফ চ্যাম্পিয়নটা সাফল্যের সিঁড়ি হিসেবে ধরে ফুটবলের আরও বড় আসরে আসীন হতে হবে।

সেনাপ্রধান তার বক্তব্যে মেয়েদের সাফ অর্জনকে গৌরবময় বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল নারী ফুটবলারদের সংবর্ধিত করার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ধন্যবাদ জানান।

এর আগে সাফ জয়ী নারী ফুটবলারদের প্রত্যেককে চার লাখ টাকা করে এবং জয়ী দলের সঙ্গে থাকা স্টাফদের চেক প্রদান করা হয়।

মোট এক কোটি টাকার উপহার এবং বিরল সম্মাননা পেয়ে নিজেদের আনন্দের কথা জানান সংবর্ধিত নারী ফুটবলাররা। শেষে নারী ফুটবলারদের জন্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও তাদের পরিবার এবং সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার ...

ঝিমিয়ে পড়েছে কক্সবাজারের ক্রীড়াঙ্গন

কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামজুড়ে সুনশান নিরবতা। গ্যালারিতে নেই দর্শকদের উচ্ছ্বাস। চেয়ারগুলোতে জমেছে ধুলাবালি। সবুজের ...

রোহিঙ্গা ইস্যুতে সবসময় উদারতা দেখিয়েছে বাংলাদেশ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত বিফ্রিংয়ে এ মন্তব্য করেছেন মুখপাত্র ...