প্রকাশিত: ১৭/০১/২০১৭ ৩:০৮ পিএম
বরিশালে আটক ৪ রোহিঙ্গা

নিউজ ডেস্ক::
বরিশাল নগরীর আমতলা মোড় এলাকা থেকে দুই নারীসহ চার রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে তাদের আটক করা হলেও রাতে সাংবাদিকদের এই তথ্য জানায় পুলিশ।

আটকৃতরা হলেন মিয়ানমারের বালিবাজার এলাকার সৈয়দ হোসেন (৪৫) ও তার মেয়ে ইয়াসমিন (১৭) এবং নাপপুরার বাসিন্দা মৃত আ. ছালামের ছেলে মো. হোসেন আহম্মেদ (২৯) ও হোসেনের বোন আমিনা খাতুন (১৬)।

বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মাদ আওলাদ বলেন, তাদের বিরুদ্ধে জিডি করেছে পুলিশ।

মঙ্গলবার তাদের কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রে পাঠানো হবে বলেও জানান তিনি।

পুলিশ জানায় নগরীর আমতলা এলাকায় চেকপোস্টে অটোরিকশায় চারজন যাত্রী ঠিক মতো বাংলায় কথা বলতে না পারায় তারা এ অঞ্চলের লোক না বলে সন্দেহ হয় আশপাশের লোকজনের। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা মিয়ানমারের নাগরিক। মিায়ানমারের বর্তমান প্রেক্ষাপটের কারণে আশ্রয়ের জন্য তারা অবৈধভাবে বাংলাদেশে এসেছেন।

সম্প্রতি মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনে টিকতে না পেরে দেশটির আরাকান প্রদেশ থেকে হাজার হাজার রোহিঙ্গা মুসলিম সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আসেন।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে সীমিত আকারে আশ্রয় দেওয়া হলেও ব্যাপকহারে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাচ্ছে বিজিবি ও কোস্টগার্ড।

পাঠকের মতামত

বাণিজ্য মেলা দেখে থেকে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ...

বাগ্‌দত্তাকে নিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ইন্টার্ন চিকিৎসক নিহত

ঢাকার বেসরকারি একটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অর্ঘ্য অমৃত মণ্ডল (২৬)। একই মেডিকেল কলেজের ...