উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/১১/২০২৪ ১১:১৯ এএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শনিবার সকালে সাক্ষাৎ করেছেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়নরা। দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়।

এবারের চ্যাম্পিয়ন সাফ দলে খেলেছেন কক্সবাজারের ফুটবলার শাহেদা আক্তার রিপা।

যেহেতু প্রধান উপদেষ্টার বাড়ি চট্টগ্রামে এবং রিপাও একই অঞ্চলের। তাই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি আঞ্চলিক ভাষায় কথা বলেছেন।

এরপর সেই কথোপকথনের পুরোটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন।

সংবর্ধনা শেষে রিপা নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস স্যারের সংবর্ধনা দেওয়ার কথা শুনেই আমি চিন্তা করেছিলাম আমি কি চট্রগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলবো কিনা। সাহস করে বলেই ফেললাম।”

তিনি বলেন, “স্যার আঁই চিটাংগ্যা।

প্রধান উপদেষ্টা মহোদয় : তোঁয়ার বাড়ি হডে?

-স্যার আঁর বাড়ি হাস্সবাজার।

প্রধান উপদেষ্টা মহোদয় : তইলে তো আঁরা চিটাংগ্যা।

এরপর তিনি বলেন, “পৃথিবীর যে কোনও দেশে হোক একমাত্র চট্রগ্রামের আঞ্চলিক ভাষা বলতে পারলেই মনের ভেতর আলাদা একটা শান্তি অনুভব করি

পাঠকের মতামত

রোহিঙ্গা ইস্যুতে সবসময় উদারতা দেখিয়েছে বাংলাদেশ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত বিফ্রিংয়ে এ মন্তব্য করেছেন মুখপাত্র ...

চ্যাম্পিয়নস ট্রফি আসছে বাংলাদেশে, প্রদর্শনী হতে পারে কক্সবাজারে

চ্যাম্পিয়নস ট্রফির আগামী আসর বসার কথা পাকিস্তানে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই টুর্নামেন্টের পর্দা উঠবে। তবে মূল ...