বিনোদন ডেস্ক::
সদ্য রাজধানীতে শুরু করা ‘তরঙ্গিনী নাট্যকেন্দ্র’ এর প্রথম প্রযোজনা ‘নদী ফিরে এসো’ নাটকের নায়িকা চরিত্রে মিষ্টি মেয়ে অনামিকা জুথিকে সিলেক্ট করেছেন পরিচালক সাজ্জাদ রাহমান। কিন্তু হিরো এখনও চূড়ান্ত হয়নি। তাই ফেসবুকে স্টাটাস দিয়েছেন, আর তাতেই বিপুল সাড়া। রীতিমতো ঝড় উঠে গেছে বলা যায়। অনেকেই জুথির নায়ক হওয়ার জন্যে আগ্রহ দেখাচ্ছেন। এই প্রসঙ্গে সাজ্জাদ রাহমান বলেন- অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। ওদের মধ্য থেকে একজনকে বেছে নিবো। তবে যারা সংগঠনের সদস্য হবে, তাদের জন্যে সুযোগ সব সময়ই অবারিত থাকবে।’
সাজ্জাদ রাহমান মঞ্চ নাটকের পাশাপাশি মিউজিক ভিডিও, শর্ট মুভি, একক এবং ধারাবাহিক নাটকে সংগঠনের এইসব সদস্যকে সুযোগ করে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। বেশ কিছুদিন নীরব থাকার পর আবারো মিডিয়ায় সরব হচ্ছেন তিনি। একটি চলচ্চিত্রের চিত্রনাট্য শেষ করেছেন ইতোমধ্যে, তবে কাস্টিং চুড়ান্ত করেননি। এই বিষয়ে সাজ্জাদ রাহমান বলেন- ‘প্রডিউসার ওকে হলেই কাস্টিং এর কথা ভাববো। আপাতত মঞ্চ এবং টিভি নাটক নিয়ে ব্যস্ত থাকবো।’