চট্টগ্রাম মহানগরীর চকবাজারে মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষ হয়েছে। বুধবার দুপুরে প্যারেড মাঠে নিজামীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, জোহর নামাজের পর দুপুর দেড়টার দিকে প্যারেড মাঠে নিজামীর গায়েবানা নামাজে জানাজা পড়ার জন্য জড়ো হয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় ব্যাপক সংখ্যক পুলিশের বাধার মুখে মাঠের বাইরে নামাজ পড়েন তারা। জানাজার নামাজ শেষে চট্টগ্রাম কলেজের পূর্ব গেইট দিয়ে প্যারেড মাঠে প্রবেশের চেষ্টা করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এসময় পুলিশ বাধা দিলে তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে জামায়াত-শিবির কর্মীরা। এতে প্যারেড মাঠের আশেপাশে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয় এবং আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে পুলিশ শটগান দিয়ে ফাঁকা গুলি বর্ষণ ও টিয়ারগ্যাস ছুড়লে তারা পিছু হটে। চকবাজার থানার ওসি আবদুল আজিজ জানান, নিজামীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে দুস্কৃতিকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। পুলিশের প্রতিরোধের মুখে দুস্কৃতিকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় জানিয়ে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান ওসি (তদন্ত) সুকান্ত সরকার। –
সীতাকুণ্ডে ৭৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দুই রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) ...
পাঠকের মতামত