টিউলিপকে ক্ষমা চাইতে বললেন ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্রিটেনের দুর্নীতিবিরোধী ...
ডেস্ক রিপোর্ট ::
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালায় নিজের তৈরি মসজিদের পাশে মীর কাসেম আলীকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার স্ত্রী খন্দকার আয়েশা খাতুন।
শনিবার বিকেলে পরিবার নিয়ে মীর কাসেম আলীর সঙ্গে কাশিমপুর কারাগারে দেখা করতে গিয়ে তিনি এ কথা বলেছেন।
এদিকে বিকেলের পর থেকেই চালা গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জাগো নিউজকে জানিয়েছেন, যুদ্ধাপরাধী মীর কাসেমের ফাঁসি যে কোনো সময় কার্যকর হবে। কর্তৃপক্ষের নির্দেশে আমরা প্রস্তত রয়েছি।
পাঠকের মতামত