প্রকাশিত: ১৬/০৯/২০১৬ ৭:৫২ এএম

probসবার জীবনে প্রেম আসে, তাইতো সবাই ভালবাসে। প্রথম যারে লাগে ভালো, যায়না ভুলা কভু তারে… হ্যাঁ একদম সত্যিকথা প্রথম প্রেম ভুল যায়না। ঠিক তেমনই ভুলতে পারেননি সময়ের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এবার প্রভা তার প্রেথম প্রেমে পড়ার কথা স্বীকার করলেন।

প্রাভাকে ঘিরে বিতর্কের কোন শেষ নেই। অশ্লিল ভিডিও, কয়েকবার বিয়ে ইত্যাদি নানা বিষয়ে সমালোচনাতে আসতে হয়েছে প্রভাকে। ধীরে ধীরে অভিনয় ক্যরিয়ার থেকে পিছিয়ে পড়তে হয়েছে তাকে। কিন্তু থেকে নেই প্রভা। নিজের ইচ্ছা শক্তিকে পুঁজি করে আগামীর পথে হাটছেন তিনি।

খুব বেশি না হলেও ছোট পর্দায় নিজেকে ধরে রেখেছেন। সময়ের আলোচ্য ঘটনা রাজিব প্রভার অশ্লিল ভিডিও ফাঁস হবার পর থেকেই প্রভার উপরে বেশ বড় ভাবেই একটা প্রভাব পড়েছিলো। যার শেষ আজও হয়নি। সেই থেকেই প্রভাকে নিয়ে বিতর্কের যেন শেষ হয়না।

সম্প্রতি প্রভা এক সাক্ষাতকারে বলেছেন, ‘আমার প্রেথম প্রেম আমার ছোট মামা। মামার নাম বাদল। মামা আমাকে যেমন শাসন করতেন, তেমনি অনেক স্নেহও করতেন। মামা পেশায় একজন ব্যবসায়ী। মামা ছিলেন আমার প্রথম ক্রাশ। তাঁর ব্যক্তিত্ব আমার ভীষণ পছন্দ’।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...