জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮/০৬/২০২৩ ২:১৯ পিএম
বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী

প্রত্যাবাসন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়া নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে রোহিঙ্গারা। বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০টায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের এ কর্মসূচিতে অংশ নেয় সাধারণ রোহিঙ্গারা। ক্যাম্পের চার মোয়া নামক এলাকায় প্রায় দশ হাজার রোহিঙ্গার অংশগ্রহণে দেশে ফেরার আকুতি জানিয়ে রোহিঙ্গা তারানার (গান) মাধ্যমে শুরু হয় সমাবেশ।

সাধারণ রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যানারে অনুষ্ঠিত এই সমাবেশে রোহিঙ্গা অধিকারকর্মী সৈয়দউল্লাহ বলেন, ‘মিয়ানমার আমাদের দেশ, অনতিবিলম্বে আমাদের নিজ দেশে ফেরত নিতে হবে। বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, আন্তর্জাতিক কমিউনিটিকে প্রত্যাবাসন সফল করতে দেশটির পাশে থাকতে হবে।’

প্রত্যাবাসনে বাধা তৈরি করতে বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু স্বার্থান্বেষী মহল চায় না আমরা দেশে ফিরে যাই, আমরা তাদের অনুরোধ করছি দয়া করে প্রত্যাবাসনে বাধা দেবেন না।’

জাতিসংঘের দ্বৈত নীতির নিন্দা জানিয়ে সমাবেশে বলা হয়, রেশন কমিয়ে দেয়া, প্রত্যাবাসনে ইচ্ছুকদের রেশন বন্ধ করা রহস্যজনক। রোহিঙ্গা নেতারা বলেন, রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে মরিয়া। সে কারণে নাগরিকত্ব দিয়ে দ্রুত প্রত্যাবাসন জরুরি।

বৃহস্পতিবার একযোগে টেকনাফের লম্বাশিয়া চৌরাস্তার মাথা (ক্যাম্প ১ ইস্ট এবং ওয়েস্ট), ক্যাম্প ৪ এর সাত রাস্তার মাথা , ক্যাম্প-৫ এর নিচে ঢালে, ক্যাম্প-৯ এর পোড়া বাজারের মাঠে, ক্যাম্প-১১ মরাগাছ তলায়, ক্যাম্প-১৩ এর সি আই সি অফিসের পেছনে খেলার মাঠ, ক্যাম্প-১৯ এর সিআইসি অফিসের সামনে, ক্যাম্প-১৫ এর সিআইসি অফিসের পাশে, ক্যাম্প-২০ এর সিআইসি অফিসের সামনে, ক্যাম্প-১৮ এর সিআইসি অফিসের সামনের রাস্তায়, ক্যাম্প-২৪ এর সিআইসি অফিসের সামনে, ক্যাম্প-২৬ এর সিআইসি অফিসের সামনে, ক্যাম্প-২৭ এর সিআইসি অফিসের সামনে উল্লিখিত কর্মসূচি অনুষ্ঠিত হয়।

লম্বাশিয়া চৌরাস্তার মাথার সমাবেশ বক্তব্য রাখেন, রোহিঙ্গা নেতা ডা. জুবায়ের, মাস্টার কামাল, মৌলভী নুর হোসেইন, মৌলভী ছৈয়দ উল্লাহ, মাস্টার শামসুল আলম প্রমুখ। ক্যাম্প ৪-এর সাত রাস্তার মাথার সমাবেশে বক্তব্য রাখেন, আবদুল গফুর, রশিদ মিয়া। ক্যাম্প -৯ এর পোড়া বাজারের মাঠের সমাবেশে বক্তব্য রাখেন, মান্নান হোসেন, রফিক উল্লাহসহ আরও অনেকে।

পাঠকের মতামত

কক্সবাজার পাসপোর্ট অফিস থেকে দুই রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

পাসপোর্ট তৈরি করতে আসা কক্সবাজারের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে মায়ানমারের নাগরিক দুই রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করা ...

উখিয়ায় হুমকির মুখে বনভূমি

কক্সবাজারের উখিয়ায় অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন বাস্তবায়নে সংশ্লিষ্ট বনের কর্তা ব্যক্তিরা গড়িমসি করার কারণে এ ...

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত ...

ইসলামী চেতনা নিয়েই এই বাংলাদেশে আমাদের বাঁচতে হবে : সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইফ ও সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আল্লাহর অস্ত্বিত্বকে ...

রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্তদের জীবিকায় নতুন মার্কিন উদ্যোগ

কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গা শরণার্থী সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জীবিকা ও জীবনমান উন্নত করার লক্ষ্যে ...

উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেকারিসহ ৩ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

কক্সবাজারের উখিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৩ প্রতিষ্ঠানকে মোট ...