উখিয়া নিউজ ডেস্ক::
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি রোববার বিকেল ৩টায় উত্তর দিকে আরও অগ্রসর হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে আগামী ১৫ ঘণ্টার মধ্যে সামুদ্রিক ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বুলেটিনে বলা হয়েছে, নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে।
রোববার বিকেল ৩টায় চট্টগ্রামবন্দর থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৭৯০ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্ধর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
নিম্নচাপ কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগম ঘণ্টায় ৫০ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে নিরাপদ স্থানে আশ্রয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে মঙ্গলবার সকালে বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরও প্রতি ৩ ঘণ্টা পর পর আবহাওয়ার বিশেষ বুলেটিন প্রচার করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।