হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৮/০৫/২০২৪ ৫:৪৩ পিএম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে উখিয়া উপজেলায় ভোটগ্রহণ বুধবার (২৯ মে)।অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। উখিয়া উপজেলার ৫ টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্র এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে প্রশাসন। আর গ্রামে গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর টহলের পাশাপাশি সাদা পোশাকে নিয়োজিত আছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া সোমবার সকাল থেকে অবৈধ গাড়ি ধরপাকড় শুরু হয়েছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ কাজে যাবতীয় উপকরণ ব্যালেট বাক্সসহ যাবতীয় উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাতে তৎপরতা শুরু করেছে নির্বাচন সংশ্লিষ্টরা। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তানভির হোসেন। এদিকে এ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উখিয়া থানা চত্বরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনি ব্রিফিং নিয়ে এস সভা অনুষ্ঠিত হয়। পুলিশ ও আনসার সদস্যদের তাদের দায়িত্ব বন্টন এবং দেশ ও দশের স্বার্থে যথাযথভাবে দায়িত্ব পালনের আহবান জানান উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম হোসেন। তিনি সকল অফিসার ও ফোর্সদের সতর্কতার সঙ্গে কর্তব্য পালনের নির্দেশ প্রদান করা হয়। এছাড়া নির্বাচনি ডিউটিতে নিযোজিত সদস্যগণ শৃঙ্খলা বিরোধী সব কর্মকান্ড বন্ধের পাশাপাশি ভোট গণনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যগণ ভোট গণনার রুমে প্রবেশ না করার জন্য নির্দেশ দেন। এ ছাড়া কেন্দ্রে যদি কোন প্রকার অনিয়ম বা ঝামেলা হওয়ার সম্ভাবনা দেখা দেয়, সাথে সাথে উর্ধ্বতন কর্তৃপক্ষ অফিসারকে অবগত করারও নির্দেশনা দেয়া হয় তাদেরকে। এছাড়া সন্ত্রাসী দমনে ছাড় না দিতে নির্দেশ প্রদান করা হয়। এ নির্বাচনকে ঘিরে স্টাইকিং ফোর্সসব বাহিনী ও টহল টিম তাদের টহল জোরদার করেছেন। ভোটাররা এতে আশ্বস্থ হচ্ছেন। তারা ভোট কেন্দ্রে যেতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানান অনেকে। উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৬২টি ভোট কেন্দ্রে মোট ১ লক্ষ ৫১ হাজার ৫৬৪ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৫৫০ জন। মহিলা ভোটার ৭৩ হাজার ১৪ জন। ২৯ মে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বুলেটপ্রুফ গাড়িতে টহল

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে মরিয়া হয়ে সক্রিয় থাকা রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে আর চোরাচালান বন্ধে ...

কানাডায় স্ত্রী ও সন্তানকে রেখেই প্রতারণার মাধ্যমে বিয়ের পিড়িতে চকরিয়া নুর!

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া পরবর্তীতে কানাডায় বসবাসরত নুর বেগম নামের এক মহিলাকে বিয়ের ...

সিইসির মা-বাবার সমস্ত সম্পদ দিয়ে কক্সবাজারে গড়ে তোলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান

তোফায়েল আহমদ, কক্সবাজার:: কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের গর্বিত সন্তান এ এম এম নাসির উদ্দীন ১৯৬৮ সালে ...