প্রকাশিত: ২৭/০১/২০১৭ ১০:১২ পিএম

নিউজ ডেস্ক::

জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়ক (ইউএনআরসি) রবার্ট ওয়াটকিনস বলেছেন, আমরা রাষ্ট্রপতির সাথে নির্বাচনের সার্বিক প্রক্রিয়া নিয়ে খোলামেলা আলোচনা করতে চাই। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সরকার কী পদক্ষেপ নিচ্ছে- এসব নিয়ে আলাপ করতে আমরা আগ্রহী। তিনি বলেন, নির্বাচন কমিশনারদের নিয়োগে সুপারিশ করার জন্য নবগঠিত সার্চ কমিটি সম্পর্কে রাষ্ট্রপতির কাছ থেকে আমরা জানতে চাই। তবে আমাদের পূর্ব নির্ধারিত কোনো এজেন্ডা নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল নয়া দিগন্তসহ কয়েকটি সংবাদমাধ্যমের সাথে আলাপকালে বৃহস্পতিবার ওয়াটকিনস এসব কথা বলেন। এর আগে তিনি পররাষ্ট্র সচিব শহীদুল হকের সাথে বৈঠক করেন। প্রসঙ্গত, নির্বাচন কমিশন পুনর্গঠন ইস্যুতে আলোচনা করতে রবার্ট ওয়াটকিনসের নেতৃত্বে পাঁচজন রাষ্ট্রদূত ও হাইকমিশনার রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুরোধ জানিয়েছেন। এর মধ্যে রয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, ব্রিটিশ হাইকমিশনার আলিসন ব্লেøইক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়ারে মায়াদু, কানাডার হাইকমিশনার বেনয়িট পিয়ারে লাঘামে ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিব্লেট।
সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্ত সম্পর্কে অভিমত জানতে চাইলে ইউএনআরসি বলেন, সবচেয়ে যোগ্য লোকদের বাছাইয়ে রাষ্ট্রপতিকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। সার্চ কমিটির সদস্যদের সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ এখনো আমার হয়নি। দীর্ঘ আলোচনার পর রাজনৈতিক দলগুলোর মতামত সম্পর্কে রাষ্ট্রপতি অবশ্যই অবগত রয়েছেন। এ আলোচনার প্রক্রিয়াটি ছিল স্বচ্ছ। এটা গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্রপতি ইস্যুগুলো সম্পর্কে জানেন।
নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন কিনা- জানতে চাইলে ওয়াটকিনস বলেন, এ মুহূর্তে তেমন কোনো পরিকল্পনা নেই। পরিস্থিতি কোন দিকে অগ্রসর হচ্ছে তা আমাদের দেখতে হবে।
নির্বাচন কমিশন শক্তিশালীকরণে ইউএনডিপির প্রকল্পগুলো অব্যাহত রাখা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ইস্যুতে আমরা রাষ্ট্রপতির সাথে আলোচনা করতে চাই। প্রকল্পগুলো কার্যকর কিনা, অথবা অন্য কোথাও কারিগরি সহায়তা প্রকল্পগুলো সরিয়ে নেয়া প্রয়োজন কিনা- তা নিয়ে রাষ্ট্রপতির সাথে আলাপ হতে পারে। এ ব্যাপারে রাষ্ট্রপতি আমাদের পরামর্শ দিতে পারেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হিসেবে আমরা বাংলাদেশে একটি ভালো নির্বাচন চাই।
প্রসঙ্গত বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে। নতুন নির্বাচন কমিশন গঠনের প্রশ্নে রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপের পর সার্চ কমিটি গঠন করেছেন। এ কমিটি নির্বাচন কমিশনারদের নাম সুপারিশ করবে। তবে সার্চ কমিটির সদস্যদের গ্রহণযোগ্যতা নিয়েই এখন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের অনুরোধে কোনো সাড়া পাওয়া গেছে কিনা- জানতে চাইলে ইউএনআরসি বলেন, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। তবে এ ব্যাপারে পররাষ্ট্র সচিবের সাথে গতকাল কোনো আলাপ হয়নি। নতুন আসা রোহিঙ্গা উদ্বাস্তু, রাখাইন পরিস্থিতি ও শরণার্থীদের চাহিদা কিভাবে মেটানো যায় তা নিয়ে পররাষ্ট্র সচিবের সাথে আলোচনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে ইউএনআরসি বলেন, গত সপ্তাহে রোহিঙ্গাদের বিষয়ে জাতিসঙ্ঘের একটি তথ্য অনুসন্ধানী মিশন বাংলাদেশ সফর করেছে। আগামীতে আসবেন মানবাধিকার বিষয়ক জাতিসঙ্ঘের স্পেশাল রেপোর্টিয়ার ইয়াংহি লি। তিনি কক্সবাজার এলাকায় রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শন করবেন।
ওয়াটকিনস বলেন, রাখাইনে মানবিক পরিস্থিতি ও মানবাধিকার উন্নয়নে জাতিসঙ্ঘ সক্রিয় রয়েছে। গত ডিসেম্বরে আমার কক্সবাজার যাওয়ার কথা ছিল। তবে তা স্থগিত করতে হয়েছে। আশা করি, শিগগির সেখানে যাব। সুত্র : নয়া দিগন্ত

পাঠকের মতামত

যে কারনে তারেক রহমানকে ধন্যবাদ দিলেন মিজানুর রহমান আজহারী

চট্টগ্রামে মাহফিলে বক্তব্যকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারী। ...