এক কোটি কথা বেচে থাকে
প্রতিটি নীরব শব্দের আষ্টেপৃষ্ঠে
হিম হিম রাতের নীরবতায় মিশে
সহস্র মনের অজস্র প্রশ্ন
এরা ঘুরেফিরে এপাশ ওপাশ করে
অন্ধকার রাতের শয্যাতলে
ঝরে পড়া বৃষ্টির নীরবতায় লেগে
থাকে
শতশত কষ্টের নীল নীল দাগ
ঘোমড়ে কাদা মনের আকুতি
ভেজা তুলোর মত ঠান্ডা প্রকৃতি
অথবা ভালবাসার রঙ্গিন প্রজাপতি
শুন্যতার নীরবতায় কান পাতো
হৃদয় ভেঙ্গে চুরমার তপ্ত হাহাকার
ফেরেববাজ ফেরারি স্বপ্নঘোর আধার
আজন্ম নীরবে বয়ে চলা নদীর স্রোত
নিয়ত লিখে ভালবাসার জলকাব্য
কখনো রক্তক্ষয়ী রক্তগঙ্গা হিম প্রবাহ
রাতজাগা আকাশবুকে চন্দ্রতারার
খেলা
কবে কে বুঝেছে এই নীরবতার ছন্দ
চন্দ্রপৃষ্ঠের এক জনমের রহস্য!