নেশায় আসক্ত আনুশকা শর্মা! আর এই নেশাই নাকি প্রায় শেষ করে দিল তাকে। হঠাৎ করেই এক ‘ভয়ানক’ নেশার কবলে পড়েছেন এ বলিউড নায়িকা। তাই কাজকর্ম তো শিকেয় উঠেছেই, এমনকি এ অবস্থা আরও কিছুদিন চললে অসুস্থও হয়ে পড়তে পারেন। অন্তত এমনটাই আশংকা তার পরিজনের। কিন্তু কী সেই নেশা? মাদক? না! সরল অর্থে মাদক নয়। তবে এ নেশা মাদকের চেয়েও কিছু কম নয় বলেই মনে করছে বি-টাউনের একটা বড় অংশ। এ নেশা হল সদ্য রিলিজ পাওয়া ‘পোকেমন গো’ গেমসের নেশা! আনুশকার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, কাজে এখন একেবারেই মন নেই সম্প্রতি সালমানের সুলতানের মাধ্যমে নতুনভাবে আলোচিত হওয়া এ নায়িকা। শুটিং স্পটে গিয়েও নাকি আজকাল পোকেমন খুঁজে ফিরছেন তিনি। কিছুদিন আগে সালমান খানের সঙ্গে সুলতান ছবি মুক্তি পায় এ নায়িকার। ছবিটির সাফল্যে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন আনুশকা। তাই পোকেমনের পাশাপাশি প্রেমের খেলায়ও প্রেমিক কোহলির সঙ্গেও রোমান্স চালিয়ে যাচ্ছেন সমানতালে।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনুষ্ঠান ...
পাঠকের মতামত