উখিয়ায় উলামা সমাবেশে জেলা আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ...
পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ক্রিকেট ছাড়াও ধর্ম চর্চার জন্য বেশ কয়েকবার হয়েছেন খবরের শিরোনাম। বর্তমানে হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন এই তারকা ক্রিকেটার। সেখানে পবিত্র মক্কা নগরীর মসজিদ আল-হারামের মেঝে পরিষ্কার করতে দেখা যায় রিজওয়ানকে।
শুক্রবার (২৩ জুন) পাকিস্তানি এই ক্রিকেটারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় মেঝেতে পানি ঢেলে ময়লা পরিষ্কার করছেন রিজওয়ান। এর আগে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে দেখা গেছে এই ক্রিকেটারকে।
রিজওয়ান ছাড়াও হজ করতে গিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, ফখর জামান, ফাহিম আশরাফ এবং ইফতিখার আহমেদ। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুলে ভর্তি হয়েছিলেন বাবর-রিজওয়ান। সেখানে গিয়ে হার্ভার্ডের এক শিক্ষিকাকে পবিত্র কোরআন শরিফ উপহার দেন রিজওয়ান।
পাঠকের মতামত