মানবজাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। মহান আল্লাহর বাণী এই কোরআনুল কারিম থেকেই যুগে যুগে পথ ভোলা মানুষ পেয়েছে সরল পথের সন্ধান। পাঠকদের জন্য পবিত্র গ্রন্থ থেকে জানাবো মাত্র ১০টি করে উপদেশ:
১. ক্রেতার সাথে প্রতারণা করার জন্য ওজনে কম দিও না। [সূরা আনআম ৬:১৫২]
২. আধিক্য সত্যের মানদণ্ড নয়। [সূরা আনআম ৬:১১৬]
৩. অহংকার করো না। [সূরা আ’রাফ ৭:১৩]
৪. পানাহার করো, কিন্তু অপচয় করো না। [সূরা আ’রাফ ৭:৩১]
৫. নামাজ পড়ার সময় উত্তম পোশাক পরিধান করো। [সূরা আ’রাফ ৭:৩১]
৬. অন্যদের ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করো। [সূরা আ’রাফ ৭:১৯৯]
৭. ন্যায়ের যুদ্ধে ভীত হয়ে পশ্চাদ্মুখী হয়ো না। [সূরা আনফাল ৮:১৫]
৮. যারা নিরাপত্তা কামনা করছে তাদের সহযোগিতা করো ও নিরাপত্তা দাও। [সূরা তওবা ৯:৬]
৯. পাক-পবিত্র থেকো। [সূরা তওবা ৯:১০৮]
১০. আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয়ো না। [সূরা ইউসুফ ১২:৮৭]
পাঠকের মতামত