উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/১০/২০২২ ৬:০৩ পিএম

বাংলাদেশে ভ্রমণের স্থানগুলোর মধ্যে সব সময়ই পর্যটকদের পছন্দের শীর্ষে থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের কক্সবাজার। প্রতিবছর কমপক্ষে ৩০ লাখ পর্যটক সৈকত ভ্রমণ করেন। কিন্তু সৈকতের কোথাও স্বাস্থ্যসম্মত টয়লেট না থাকায় সমস্যায় পড়েন পর্যটকেরা। সেই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে বেসরকারি উন্নয়ন সংস্থা হাইসাওয়া। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দুটি স্থানে তারা পাবলিক টয়লেট বানিয়েছে।

হাইসাওয়া কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম ধাপে ৮৪ কিলোমিটারের মেরিন ড্রাইভের দুটি স্থানে পাবলিক টয়লেট স্থাপন করে সংস্থাটি। একটি পাহাড়ি ঝরনার হিমছড়িতে, অন্যটি পাথুরে সৈকত পাটোয়ারটেকে।

সম্প্রতি হিমছড়িতে গিয়ে দেখা গেছে, বেশ কয়েকজন পর্যটক হাইসাওয়ার স্থাপিত পাবলিক টয়লেট ব্যবহার করছেন। টয়লেটে নারী ও পুরুষের জন্য আলাদা টয়লেট চেম্বার রাখা আছে। নারীদের চেম্বারে রাখা হয়েছে ঋতুকালীন বর্জ্য ব্যবস্থাপনা সিস্টেম।

স্ত্রী ও স্কুলপড়ুয়া দুই মেয়েকে নিয়ে হিমছড়ি ঝরনা দেখতে এসেছেন কুমিল্লার রাজবাড়ীর ব্যবসায়ী সাইদুল হক (৪৫)। ঝরনাতে গোসল সেরে তিনজন টয়লেটে যান। তারপর তাঁরা পাশের সৈকতে নামেন। সাইদুল হক প্রথম আলোকে বলেন, আগেও তাঁরা কক্সবাজারে এসেছেন। তবে সৈকতের পাশে কোথাও পরিষ্কার-পরিচ্ছন্ন টয়লেট ছিল না। জেলা পরিষদের দু-একটি টয়লেট থাকলেও সেগুলো ব্যবহারের অনুপযোগী। এ কারণে দূরের জায়গায় ঘুরতে গেলে টয়লেট নিয়ে নারী ও শিশুদের দুর্ভোগে পড়তে হতো। হাইসাওয়ার পাবলিক টয়লেট সেই দুর্ভোগ কমিয়ে দিয়েছে। তবে মাত্র দুটি টয়লেট হওয়ায় লাইন ধরতে হয়। এমন টয়লেটের সংখ্যা আরও বাড়ানো দরকার বলে তিনি মন্তব্য করেন।

টয়লেটের কেয়ারটেকার মো. জসিম উদ্দিন (২২) বলেন, প্রতিদিন ৩০০ থেকে ৫০০ পর্যটক তাদের টয়লেট ব্যবহার করেন। বেশির ভাগই নারী। প্রতিদিন সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত টয়লেট খোলা রাখা হয়। টয়লেট ব্যবহার শেষে পর্যটকেরা পরিশোধ করেন ৫ থেকে ১০ টাকা। এই টাকায় কেয়ারটেকারের বেতন, টয়লেটের বিদ্যুৎ, পানির বিল, সাবান, টিস্যু ও টয়লেট পরিষ্কারের সামগ্রী কেনা হয়।

হিমছড়ি থেকে পাটোয়ারটেক সৈকতের দূরত্ব প্রায় ২৮ কিলোমিটার। সেখানকার টয়লেটের কেয়ারটেকার আজিজুর রহমান (৫৫) বলেন, দিনে প্রায় ৪০০ মানুষ টয়লেটটি ব্যবহার করেন। নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা থাকায় তাঁদের সুবিধা হয়।

হাইসাওয়ার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ওসমান প্রথম আলোকে বলেন, ২০০৮ সাল থেকে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে হাইসাওয়া দেশের ২৭ জেলায় ১ কোটির বেশি মানুষকে হাইজিন, স্যানিটেশন ও নিরাপদ পানির সেবা দিয়েছে। জনসমাগমের স্থান ও শিক্ষাপ্রতিষ্ঠানে টয়লেট না থাকায় নারী ও প্রতিবন্ধীদের ভুগতে হয় সবচেয়ে বেশি। তাই পাবলিক প্লেস, ট্যুরিস্ট স্পট, হাট-বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে পাবলিক টয়লেট স্থাপনের কাজ হাতে নেয় হাইসাওয়া। গত ৪ বছরে শুধু কক্সবাজারেই ১৫৬টি পাবলিক টয়লেট স্থাপন করেছে তারা। সুত্র: প্রথম আলো

পাঠকের মতামত

কক্সবাজার পাসপোর্ট অফিস থেকে দুই রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

পাসপোর্ট তৈরি করতে আসা কক্সবাজারের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে মায়ানমারের নাগরিক দুই রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করা ...

উখিয়ায় হুমকির মুখে বনভূমি

কক্সবাজারের উখিয়ায় অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন বাস্তবায়নে সংশ্লিষ্ট বনের কর্তা ব্যক্তিরা গড়িমসি করার কারণে এ ...

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত ...

ইসলামী চেতনা নিয়েই এই বাংলাদেশে আমাদের বাঁচতে হবে : সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইফ ও সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আল্লাহর অস্ত্বিত্বকে ...

রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্তদের জীবিকায় নতুন মার্কিন উদ্যোগ

কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গা শরণার্থী সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জীবিকা ও জীবনমান উন্নত করার লক্ষ্যে ...

উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেকারিসহ ৩ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

কক্সবাজারের উখিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৩ প্রতিষ্ঠানকে মোট ...