এম রমজান আলী ,মহেশখালী ::
পল্লী বিদ্যুৎ লোডশেডিংয়ের ফলে মহেশখালীর ৪লক্ষ জনগনের জীবনে নেমে এসেছে চরম বিপর্যয়। জানাগেছে, মহেশখালীতে ১৪ হাজার ৫শত বিদ্যুৎ গ্রাহক রয়েছে। বেশীর ভাগ সময় ধরে বিদ্যুত না থাকায় অচল হয়ে পড়েছে অর্ধ শতাধিক ছোট খাট শিল্প কারখানা, বিঘœ ঘটেছে ছেলেমেয়েদের লেখাপড়া,স্বাভাবিক জীবনযাত্রায় বিঘœতা, ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়া করায় বিদ্যুৎ চালিত অসংখ্য যন্ত্রপাতি বিকল হয়ে পড়ছে যেমনিভাবে ব্যবহার্য ফ্রিজ, টেলিভিশন, ফ্যান ও বাল্ব নষ্ট যাচ্ছে। যার দরুন অসংখ্য গ্রাহক আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। যুবলীগ নেতা বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা বিদ্যুৎ গ্রাহক মোহাম্মদ আবু তাহের জানান, নিয়মিত বিদ্যুৎ না থাকায় আমরা চরম ক্ষতিগ্রস্থের দিকে নির্মজ্জিত হচ্ছি (ছেলে-মেয়েদের লেখাপড়ার বিঘœতা, কল কারখানা বন্ধ, বিদ্যুত ঘনঘন আসা যাওয়া করায় নষ্ঠ হয়ে যাচ্ছে ব্যবহার্য ইলেকট্রনিক জিনিসপত্র। তিনি আরো বলেন, মহেশখালীতে বিদ্যুতের সমস্যাটি মরণ ব্যাধিতে পরিনত হয়েছে তাই মাননীয় প্রধানমন্ত্রী ও বিদ্যুত মন্ত্রী সহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষকে মহেশখালীর ৪লক্ষ জনগনের জীবনের বিপর্যস্ত থেকে পরিত্রান দিতে সু-দৃষ্ঠি কামনা করছি। এই দাবী মহেশখালীর সর্বস্থরের জনগনের প্রাণের দাবীতে পরিনত হয়েছে। এ ব্যাপারে মহেশখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জানান, আমাদের বিদ্যুৎ লাইনের কাজ চলতেছে বিধায় গ্রাহকদের সমস্যায় পড়তে হচ্ছে স্বল্প সময়ে সমস্যার সমাধান হয়ে যাবে।