ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৮/২০২৩ ৮:১৯ পিএম

কারাবন্দী কাশ্মীরি নেতা ইয়াসিন মালিকের স্ত্রী মুশাল হুসেন মালিককে দেশের নবনিযুক্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি আরিফ আলভি রাষ্ট্রপতি ভবন আইওয়ান-ই-সদরে ১৯ সদস্যের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভাকে শপথ দেওয়ার পরে বৃহস্পতিবার গভীর রাতে প্রধানমন্ত্রীর পাঁচজন বিশেষ উপদেষ্টা (এসএপিএম) তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

মালিকের স্ত্রী এবং পাকিস্তানি নাগরিক মুশাল দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কাকারের মানবাধিকার ও নারীর ক্ষমতায়ন বিষয়ক বিশেষ উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন। দেশটির সংবিধান অনুযায়ী একজন বিশেষ উপদেষ্টার পদমর্যাদা জুনিয়র মন্ত্রীর চেয়ে কম কিন্তু তিনি প্রধান প্রাসঙ্গিক বিষয়ে প্রধানমন্ত্রীকে পরামর্শ বা সহায়তা দিতে পারেন।

অন্য চারজন বিশেষ উপদেষ্টার মধ্যে জাওয়াদ সোহরাব মল্লিককে প্রবাসী পাকিস্তানি বিষয়ক উপদেষ্টা, ভাইস অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) ইফতিখার রাওকে সমুদ্র বিষয়ক উপদেষ্টা, টিভি অ্যাঙ্কর এবং লেখক ওয়াসিহ শাহকে পর্যটন বিষয়ক এবং সৈয়দা আরিফা জেহরাকে ফেডারেল শিক্ষা এবং পেশাদার প্রশিক্ষণ বিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে।

জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ) প্রধান ইয়াসিন ২০০৯ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানি শিল্পী মুশালকে বিয়ে করেন। ২০০৫ সালে পাকিস্তান সফরের সময় মুশালের সঙ্গে পরিচয় হয় তার।

লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে স্নাতক মুশাল তার মেয়েকে নিয়ে ইসলামাবাদে থাকেন। তার জন্ম ১৯৮৫ সালে। ইয়াসিনকে মে মাসে সন্ত্রাসে অর্থায়নের একটি মামলায় ট্রায়াল কোর্ট যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) দিল্লির তিহার জেলে সাজা ভোগরত ইয়াসিনের মৃত্যুদণ্ড চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমারে এক সপ্তাহে তিন রাজ্যে জান্তা বাহিনীর বোমাবর্ষণ

মিয়ানমারের জান্তা বাহিনী বৃহস্পতিবার রাখাইন রাজ্যের পাউকতাউ টাউনশিপে বিমান হামলা চালিয়ে কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা ...

মালয়েশিয়ায় জাকির নায়েকের প্রকাশ্যে বক্তব্য দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার

ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া। ...