প্রকাশিত: ০৮/০৯/২০১৬ ৯:১৫ পিএম

sex-worker-pakistan-coxsbazar-newsঅনলাইন ডেস্ক: ম্যাসেজ পার্লারের আড়ালে নয়। পত্র মিতালি নয়। নেটে সরাসরি আমন্ত্রণও নয়। পাকিস্তান জুড়ে চলছে এখন নয়া উপায় দেহ ব্যবসা। বিজ্ঞাপন দিয়ে বলা হচ্ছে গৃহশিক্ষক/শিক্ষিকা চাই। সে জাতীয় বিজ্ঞাপনে খুব ইঙ্গিতপূর্ণভাবে বলা হচ্ছে। রুচিশীল, ভদ্র, যে কোনও বিষয়ে সুশিক্ষা দিতে পারা এমন দক্ষ সুন্দর/সুন্দরী ক্যানডিডেট চাই।
আসলে লাহোর, করাচি সহ পাকিস্তানের বিশ কিছু শহরে দেহব্যবসার রমরমা এতটা বাড়াবাড়ি জায়গায় যায় যে প্রশাসন বিরোধী ক্ষোভ শুরু হয়। মিডিয়ায় ক্রমাগত প্রচারের পর নড়চড়ে বসে প্রশাসন। হোটেল, ম্যাসেজ পার্লারে নিয়মিত পুলিসি হানা শুরু হয়। সংবাদপত্র, ইন্টারনেটে বিজ্ঞাপনের ওপর নজরদারি করা হয়। এতে রমরমা বন্ধ না করা গেলেও কিছুটা নিয়ন্ত্রণ হয়। তবে দেহব্যবসার সঙ্গে জড়িতরা তাদের বিজ্ঞাপনের ধরণ বদলে নিয়ে আসে এমন উপায়। যেখানে গৃহশিক্ষকতার নামে দেহব্যবসায়ীদের ঘরে পৌঁছে দেওয়ার বিজ্ঞাপন শুরু হয়েছে।

পাঠকের মতামত

মালয়েশিয়ায় জাকির নায়েকের প্রকাশ্যে বক্তব্য দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার

ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া। ...

মিয়ানমার জান্তা প্রধান ও সু চিসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রোহিঙ্গা গণহত্যায় জড়িত থাকার অভিযোগে মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান কমান্ডার সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং, ...