আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১/০৭/২০২৩ ৯:৩৬ এএম

পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে একটি রাজনৈতিক দলের সম্মেলনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।
রবিবার (৩০ জুলাই) প্রদেশের খার বাজাউর জেলার তেহসিল জেলায় জামিয়াত উলেমা ইসলাম–ফজল বা জেইউআই–এফ নামের একটি দলের সম্মেলনে এই বিস্ফোরণ ঘটে। সোমবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন এবিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

কে বা কারা এই হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে এই কর্মী সম্মেলনে দলটির ৪০০ জনেরও বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মকর্তা সাদ খান।

তিনি বলেছেন, জেইউআই-এফ দলটির স্থানীয় গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও বিস্ফোরণে নিহত হয়েছেন। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজনকে দেখা গেছে।

পরে পুলিশের একটি দল ঘটনাস্থল ঘিরে রাখেন। সম্মেলনে একজন গুরুত্বপূর্ণ নেতার ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু ঐ নেতা পৌঁছার আগেই বিস্ফোরণ ঘটে। দলটির নেতারা আজকের হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। জেইউআই–এফ দলটি বর্তমান ক্ষমতাসীন জোটের শরীক বলে জানা গেছে।

কেপির স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার বার্তা সংস্থা এএফপিকে ৪৪ জনের মৃত্যু ও ১০০ জনের বেশি আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এটি একটি আত্মঘাতী হামলা ছিল। বোমা বহনকারী ব্যক্তি মঞ্চের কাছাকাছি অবস্থা করে নিজের শরীররেই বিস্ফোরণ ঘটায়। ’

ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর লোকজন আতঙ্কিত ছুটোছুটি করছেন। আহতদের হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সগুলো ঘটনাস্থলে এসেছিল। পরে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে।

রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেপি পুলিশের মহাপরিদর্শক আখতার হায়াত খান বলেন, বিস্ফোরণে ১০ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।

প্রসঙ্গত, বিস্ফোরণস্থলটি আফগানিস্তান সীমান্তের কাছেই অবস্থিত।

পাঠকের মতামত

মিয়ানমারে এক সপ্তাহে তিন রাজ্যে জান্তা বাহিনীর বোমাবর্ষণ

মিয়ানমারের জান্তা বাহিনী বৃহস্পতিবার রাখাইন রাজ্যের পাউকতাউ টাউনশিপে বিমান হামলা চালিয়ে কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা ...

মালয়েশিয়ায় জাকির নায়েকের প্রকাশ্যে বক্তব্য দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার

ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া। ...