উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০৮/২০২৩ ৮:১৮ এএম

কক্সবাজারের পাচারকালে ৩২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় জয়নাল (২৮) নামে এক দালালকে আটক করা হয়েছে।

রোববার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে কক্সবাজার টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিনুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১৫ শিশু, ১০ নারী ও ৮ জন পুরুষ রয়েছে। এসব রোহিঙ্গা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

পরিদর্শক মহিনুল ইসলাম বলেন, কক্সবাজার টার্মিনাল শ্যামলী কাউন্টার সামনে পাচারের জন্য কিছুসংখ্যক রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে, এমন খবরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন দালাল পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়েছে।

আটক দালালের বিরুদ্ধে সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হচ্ছে বলেও জানান তিনি। তবে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে না কি জেল হাজতে পাঠানো হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

পাঠকের মতামত

উখিয়ার সোনার পাড়া হাটেই বিক্রি হচ্ছে ৮০ লাখ টাকার সুপারি, খুশি চাষিরা

আব্দুল কুদ্দুস,কক্সবাজার কক্সবাজারে আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছে সুপারির। ভালো দামও পাচ্ছেন চাষিরা। ...

রোহিঙ্গা ক্যাম্প মুখি নয়, কলেজ মুখি হতে হবে শিক্ষার্থীদের-শাহজাহান চৌধুরী

নিয়মিত ক্লাস পরীক্ষায় মেধা প্রস্ফুটিত হয়। উচ্চ শিক্ষায় অভিভাবক শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে আগামীর সুন্দর ...

চেয়ারম্যান ও ৩ প্যানেল চেয়ারম্যান অনুপস্থিত : হ্নীলা ইউনিয়নের সেবা কার্যক্রম বন্ধ

টেকনাফের হ্নীলা ইউনিয়নের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। ইউনিয়নেরে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান ৩ জন অনুপস্থিত ...