শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
পাঠকের প্রশ্ন: আজান শুনলে কী নারীদের মাথায় কাপড় দিতে হয়?
প্রকাশিত - মার্চ ৩১, ২০১৭ ৯:২৬ এএম
পাঠকের প্রশ্ন: আজান শুনলে কী নারীদের মাথায় কাপড় দিতে হয়? ইসলামে এর ব্যাখ্যা কী?
উত্তর
- বিশেষজ্ঞের উত্তর: আজান শুনলে নারীদের মাথায় কাপড় দিতে হবে এমন কোনোকিছু ইসলামে বলা নেই। এটি একটি সামাজিক রীতি হিসেবে বহু যুগ থেকে পালন হয়ে আসছে। এ সম্পর্কে স্পষ্ট করে কোথাও দলিল নেই। তবে হ্যাঁ, নারীর পর্দা করা ফরজ। পর পুরুষের সামনে একজন নারীর সমস্ত অঙ্গ-প্রতঙ্গ ঢাকা ফরজ। সে হিসেবে, আজানের সময়ে মাথায় কাপড় দেয়া থাকলে কোনো ক্ষতি নেই। শুকরিয়া। মুহাম্মদ আমিনুল হকইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।পিএইচডি গবেষকসৌদি আরব।
- কিং আব্দুল আজীজ ইউনিভারর্সিটি জেদ্দা
- ও
- সহযোগী অধ্যাপক
- পরামর্শ দিয়েছেন :
Copyright © 2024 UkhiyaNews.Com. All rights reserved.