প্রকাশিত: ০১/০৫/২০২১ ৩:৩০ এএম

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশের খোর ফাক্কান এলাকা যেন পাথর পাহাড়ের রাজ্য। রাস্তার ডানে-বাঁয়ে বড় বড় পাথরের পাহাড়। আর এ রাজ্যেই গড়ে তোলা হয়েছে হয়েছে ‘শীষ পার্ক’।

২০২০ সালের শেষের দিকে উদ্বোধন হওয়া এ পার্কে প্রতিদিন বিভিন্ন দেশের পর্যটকরা ভিড় করেন। ১১,৩৬২ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত এই পার্কটিতে ২৫ মিটার উচু কৃত্রিম জলপ্রপ্রাতও রয়েছে।

খেলাধুলার সুযোগ-সু্বিধা থাকায় বিকালে স্থানীয় বাসিন্দাসহ পর্যটকদের শিশু সন্তাদের নিয়ে যান সেখানে।

অর্ধশত শেডযুক্ত বসার আসন এবং একটি বহিরাঙ্গণ থিয়েটার রয়েছে যেখানে শতাধিক লোক পাশাপাশি বারবিকিউের আয়োজন করেন সন্ধ্যা রাতে।

২০২০ সালের অক্টোবরে খোর ফক্কনে সুপ্রিম কাউন্সিলের সদস্য ও শারজাহের নিয়ামক এইচ এইচ ডা. শেখ সুলতান বিন মুহাম্মদ আল কাসিমি পার্কটি উদ্বোধন করেন। আট মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হয়।

পার্কটিতে পাথর দিয়ে প্রায় ৫শ মিটার দীর্ঘ বেশ কয়েকটি রাস্তা তৈরি করা হয় এবং তা ঘিরে রয়েছে তাল গাছ, স্থানীয় গাছপালা। দূর থেকে আসা পর্যটকদের সুবিধার জন্যে পার্ক এরিয়ায় প্রায় আড়াই শতাধিক গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে।

শীষ পার্কে আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে যখন আপনি এগিয়ে চলবেন, মনে হবে পাথরের পাহাড়ে আপনি। পুরো এলাকা যেন এক পাথর পাহাড়ের রাজ্য।

পাঠকের মতামত

উখিয়ায় জামায়াতের সহযোগী সম্মেলনে জেলা আমীর আনোয়ারী সন্ত্রাসমুক্ত শান্তির বাংলাদেশ গড়তে ইসলামের বিকল্প নেই

গত ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের মানুষ নতুন ...

পর্যটকে মুখরিত ইনানী সৈকত

একদিকে পর্যটন মৌসুম, অন্যদিকে মহান বিজয়ের মাস। তাই পর্যটক বেড়েছে কক্সবাজার, ইনানী ও পাটোয়ারটেক সৈকতে। ...

কক্সবাজারে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

নারী সহায়ক কর্মপরিবেশ তৈরি করে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। এর পাশাপাশি বৈষম্যহীন ...