প্রকাশিত: ১৭/০৬/২০১৬ ৯:২৪ এএম

এম.ছগির আহমদ আজগরী;পেকুয়া::

কক্সবাজারের পেকুয়ায় পাবলিক রিলেশনে নেমেছেন ইউএনও। গণসংযোগকালে সাক্ষাত পাওয়া লোকজনের কাছ থেকে তাদের জিবনযাত্রা, এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি সহ উন্নয়ন ও জনহিতকর কর্মকান্ডের সূফল প্রাপ্তির বিষয় এবং সার্বিক মতামত শলাপরামর্শ গ্রহনের ঘটনায় জনমনে ব্যাপক সাড়া পড়েছে। এনিয়ে উপস্থিত লোকজনের মন্তব্য প্রতিটি সরকারী প্রশাসক কর্মকর্তা-কর্মচারীরা যদি এভাবে দায়িত্ব কর্তব্য ও ভুমিকা পালনে আন্তরিক হতো তাহলে সব সমস্যা, সংকট সংশয় দেশ সমাজ থেকে দ্রুত অবসান ঘঠতো। ঘটনাটি ঘঠেছে, গতপরশু ১৫জুন বৃহস্পতিবার। এদিন, সকাল সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন ইউএনও মোঃ মারুফুর রশিদ খান। এসময় তিনি প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহীতার পাশাপাশি এলাকার মাটি ও মানূষের সার্বিক নিরাপত্তা, উন্নয়ন, সরকারী সূযোগ সুবিধার সূফল পাওয়া নিশ্চিত করতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সহায়তা সাড়া কামনা করে বলেন, রাষ্ট্রের সাধারণ নাগরিক থেকে শুরু করে সরকার প্রধান পর্যন্ত সবাই সংবিধান অনুযায়ী পরস্পর পরস্পরের প্রতি দায়বদ্ধ। শুধুমাত্র একতরফা নেতিবাচক লেখনী দিয়ে কোন ব্যক্তি সমাজ দেশের মানোন্নয়ন পরিচিতির্জন সম্ভব নয় মন্তব্য করে তিনি এলাকার মানূষের মাঝে দায়বদ্ধতা ও প্রত্যাশার আলো ছড়িয়ে দিতে ইতিবাচক সাংবাদিকতার পরিধি বাড়ানোর পরামর্শ দিয়ে আরো বলেন, এতে করে সুস্থ্য ও সুন্দর সমাজ গঠনে সবাই উৎসাহি হয়ে উঠতে বাধ্য হবে। এসময় তিনি প্রশাসনের যে কোন বিষয় নিয়ে পত্র পত্রিকায় সংবাদ প্রতিবেদন প্রকাশ প্রচারের পূর্বে তার সাথে কথা বলে বিষয়াধির ঘাটতি সংকট সংশয় শুধরানোর সময় সূযোগ নিশ্চিত করতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি সবিনয় অনুরোধ জানান। পরে, একইদিন সন্ধ্যা পরবর্তী ইউএনও মোঃ মারুফুর রশিদ খান নিজে উপজেলার সদর ইউনিয়নের জনগুরুত্বপূর্ন স্থান সরোজমিনে নজরদারী পরিদর্শনে যান। এসময় তিনি উপস্থিত পথচারী ও লোকজনের সাথে কথা বলে খোঁজখবর নেন। একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে ইউএনও মোঃ মারুফুর রশিদ খান উপজেলার শিলখালী ইউনিয়নের হাই স্কুল ষ্টেশন সংগ্লন্নের হযরত শাহ খিজির(রহঃ) মসজিদে নামায আদায় করতে গিয়ে স্থানীয়দের সাথে একান্ত আলাপচারিতায় মাতেন। প্রায় ঘন্টা দেড়েকেরও বেশি সময় স্থানীয় লোকজনের সাথে মতবিনিময়কালে ইউএনও মোঃ মারুফুর রশিদ খান এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি ও লোকজনের নিরাপদ জিবনযাত্রার বিষয়াধি নিয়ে অবগত হন। এসময় উপস্থিত ছিলেন, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ(ওজেএবি)র’ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক এম. ছগির আহমদ আজগরী, উপজেলা মৎস্য অফিসের মাঠ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক সদ্য অনুষ্টিত ইউপি নির্বাচনে শিলখালী ইউপি’র নৌকার প্রার্থী তরুন রাজনীতিবীদ মোঃ কাজিউল ইনসান, উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বশির আহমদ, মৌলভী বাজার ফারুকিয়া মাদ্রাসার সহকারী অধ্যক্ষ বিশিষ্ট হোমিও চিকিৎসক মাষ্টার মোঃ ইদ্রিস নোমানী, স্থানীয় ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ সাহাবউদ্দিন ও আরো অনেকে।

পাঠকের মতামত

অভিভাবকহীন ঘুমধুম ইউনিয়ন পরিষদ

নাইক্ষ্যংছড়ি উপজেলা’র সীমান্তঘেষা ঘুমধুম ইউনিয়ন পরিষদ’র নির্বাচিত জনপ্রতিনিধি’দের মেয়াদ ৫ বছর পূর্ণ হয়েছে গত নভেম্বর ...