উখিয়া নিউজ ডটকম::
জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বক্তব্যে উখিয়া উপজেলার প্রাচীন স্কুল পালং আদর্শ উচ্চ বিদ্যালয় ও মরিচ্যা উচ্চ বিদ্যালয়ের জন্য ২ টি ৫ তলা ভবন নির্মানের জন্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি। বৃহস্পতিবার তিনি জাতীয় সংসদে তার বক্তব্যে বলেন উখিয়া উপজেলার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পালং আদর্শ উচ্চ বিদ্যালয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ সচিব এই বিদ্যালয়ের ছাত্র। অথচ পর্যাপ্ত ক্লাসরুমের অভাবে এই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের পড়ালেখা করতে কষ্ট হচ্ছে। তাই তিনি অনতিবিলম্বে উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয় ও মরিচ্যা উচ্চ বিদ্যালয়ের জন্য ৫ তলা বিশিষ্ট ভবন নির্মানের দাবী জানান। পরে শিক্ষামন্ত্রী নুুরুল ইসলাম নাহিদ তার উত্তরে এই দুইটি বিদ্যালয়ে ৫ তলা দুইটি ভবন নির্মানের প্রতিশ্রুতি দেন।