একুশ পদক পেয়ে উচ্ছ্বসিত ফুটবলার উখিয়ার রিপা
নারী ফুটবল দলসহ ১৮ জনকে একুশে পদক তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ...
মাঠ কিংবা মাঠের বাইরে নানান সময়ে বিভিন্ন বিতর্কের জন্ম দিয়ছে বাংলাদেশ জাতীয় দলের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। মারকুটে এই ব্যাটসম্যান চলতি বছর মার্চে বান্ধবী অর্পার সঙ্গে আকদ সারেন। তবে টানা খেলার মধ্যে থাকায় বিবাহোত্তর সংবর্ধনা করতে পারেননি সাব্বির।
অবশেষে শনিবার (১৭ আগস্ট) আফতাব নগরে সিরাজ কনভেনশন সেন্টারে হলুদ দিয়ে শুরু হয় সাব্বিরের বিয়ের আনুষ্ঠানিকতা। আর সোমবার (২০ আগস্ট) পুলিশ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় সাব্বির রহমানের বৌভাত।
এই অনুষ্ঠানে পালকিতে চড়ে আসেন সাব্বির রহমানের স্ত্রী অর্পা। অনেক আগে বিয়েতে দেখা যেত বউদের পালকিতে করে আনা হয়। তবে বর্তমানে এই সব দেখা খুবই দুর্লভ কিন্তু সাব্বির রহমানের বিয়েতে দেখা গেলো সেই আগের দিনের দুর্লভ চিত্র।
পাঠকের মতামত