উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের জের...
পালিয়ে গেলেন শিকারি, আকাশে উড়ল ২০০টি বক
কক্সবাজারের উখিয়ায় রাজাপালংয়ের মাছকারিয়া বিল থেকে শিকারির কবল থেকে উদ্ধার করেছে প্রায় ২০০টি সাদা বক।
আজ রবিবার (২৮ অক্টোবর) ও গত বৃহস্পতিবার দু’দিনে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে এসব বক উদ্ধার করা হয়।
এ সময় বক শিকারে ব্যবহৃত ৩ হাজার ফুট জাল জব্দ করা হয়েছে।
অভিযানে উখিয়া সদর বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান,ওয়ালা বিট কর্মকর্তা ইমদাদুল হাসান ,বন কর্মী, সিপিসি সদস্যরা ও স্হানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্হানীয় শাহজাহান বলেন , দীর্ঘদিন ধরে চিহ্নিত কিছু পাখি শিকারি মাছকারিয়া বিলে জালের ফাঁদ বসিয়ে বক শিকার করে এসব বক বাজার ও রোহিঙ্গা ক্যাম্পে বিক্রি করে আসছিল।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, পাখি প্রকৃতির প্রাণ। সাদা বক সুষ্ঠু চাষাবাদে ভূমিকা রাখে। মাছকারিয়া এলাকার কিছু অসাধু ব্যক্তি আছে যারা এই সাদা বক ধরেন। তাদের শাস্তি’র আওতায় আনতে আমরা অভিযান পরিচালনা করে দু’দফায় প্রায় দু’শ সাদা বক উদ্ধার করে অবমুক্ত করেছি। এ সময় পাখি শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাখি শিকারিদের নাম ঠিকানা খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই রেঞ্জ কর্মকর্তা।
প্রসঙ্গত উখিয়া নিউজ ডটকমে ‘উখিয়ার মাছকারিয়া বিলে চলছে ফাঁদ পেতে বক শিকার ‘শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
পাঠকের মতামত