উখিয়া নিউজ ডেস্ক::
টেকনাফের গলাকাটা অবস্থায় তিন রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে চাকমারকুলের পারিয়াপাড়ার পাহাড়ের ভেতর থেকে তাদেরে উদ্ধার করা হয়েছে। টেকনাফের হোয়াইক্যং পুলিশ চৌকির কর্মকর্তা (এসআই) দীপংকর কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে খবর পেয়ে পুলিশের একটি দল তার নেতৃত্বে ও স্থানীয়দের সহযোগিতায় সকাল ৯টার দিকে পাহাড়ের ভেতর থেকে তিন রোহিঙ্গা যুবককে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের দ্রুত কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। ওই যুবকদের গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছিল। যুবকদের পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি। সেখানে আরও কেউ নিখোঁজ রয়েছে কিনা তল্লাশি চালানো হচ্ছে। তবে তাদের কে বা কারা হত্যার চেষ্টা করছিল, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, ‘পাহাড়ের ভেতর থেকে গলা কাটা তিন যুবককে উদ্ধার করা হয়েছে। তারা এখনও বেঁচে আছে। চিকিৎসার জন্য দ্রুত তাদের কক্সবাজারের পাঠানো হয়েছে।’