গাজীপুরে ইয়াবাসহ ব্যবসায়ীকে আটকের পর তার পেট থেকে সাড়ে ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুগালি গ্রামের আব্দুর রহমানের ছেলে নূরুল ইসলাম (৩০) ও হাছেন আলীর ছেলে নূরুল ইসলাম (২৫)।
গাজীপুর গোয়েন্দা পুলিশের এএসআই আলমগীর হোসেন জানান, এক হাজার পিস ইয়াবা বহনের গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাদের করা হয়। এসময় নূরুল ইসলামের (২৫) কাছ থেকে একশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাকি ইয়াবার ব্যাপারে জিজ্ঞাসা করলে গ্রেফতারকৃত নূরুল ইসলাম (৩০) তার পেটে সাড়ে তিনশ পিছ ইয়াবা থাকার কথা স্বীকার করে। তারা গাজীপুর জেলার শ্রীপুরে এক নারী মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবাগুলো সরবরাহ করার কথা জানিয়েছে।
গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন জানান, চিকিৎসকের পরামর্শে ওষুধ খাইয়ে পায়খানা তরল করে আসামির পেটের ভিতর থেকে তিনশ পিস ইয়াবা বের করা হয়।
এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে অভিযুক্তদের জেল হাজতে পাঠানো হয়।