-মোহাম্মদ আমির হোসাইন
২০০৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীবৃন্দ, সবার প্রতি শুভেচ্ছা রইলো। আর ক’দিন পরেই শুরু হবে তোমাদের কাংখিত পরীক্ষা। শেষ সময়টুকু কিভাবে কাজে লাগাবে এবং পরীক্ষার প্রাথমিক প্রস্তুতির জন্য তোমাদের কি কি করা যায় জেনে নাও।
১. পাঠ্য বইয়ের প্রতিটি বিষয় ভালো করে পড়ো।
২. প্রশ্ন বুঝে উত্তর লেখো।
৩. আনসিন প্যাসেজ বুঝে নিয়ে উত্তর লেখো।
৪. দরকারি বিষয়গুলো মনে রেখো।
৫. প্রশ্ন বুঝে অংক করো। নাম্বার পাবে ধাপে ধাপে।
৬. আত্মবিশ্বাসী হও, পরীক্ষা ভালো হবেই।
৭. সিন ও আনসিন কম্প্রিহেনশন দুই গুরুত্বপূর্ণ।
৮. সৃজনশীলতা থাকতে হবে প্রতিটি প্রশ্নের উত্তরে।
৯. প্রশ্নের মান দেখে উত্তর লিখবে।
১০. সময় ভাগ করে রিভিশন দেবে।
১১. সতর্ক হয়ে নির্ভুল উত্তর লিখতে হবে।
১২. সৃজনশীল প্রশ্নের উত্তরে প্রতি ধাপে নাম্বার পাবে।
১৩. সব বিষয়ে সমান গুরুত্ব দিতে হবে।
১৪. গণিতের অংকগুলো নিয়মিত অনুশীলন করবে।
১৫. বেশী নাম্বার পেতে প্রাসঙ্গিক উত্তর লিখবে।
১৬. পূর্ণ নম্বর পেতে অংকের সমাধানে একক লিখবে।
১৭. রুটিন মাফিক নিয়মিত লেখাপড়া করবে।
১৮. বেশী নাম্বার পেতে পাঠ্যবই গুরুত্ব দিয়ে পড়ো।
১৯. প্রশ্নের উত্তর ভুল হলে তা একটানে কেটে দেবে।
২০. স্ব-নির্ধারিত মডেল টেষ্ট দিয়ে নিজেকে যাচাই করবে।
২১. ভালো প্রস্তুতির সাথে আত্মবিশ্বাস রাখবে।
২২. শূণ্যস্থান পূরনে পুরো বাক্যটি লিখে আন্ডার লাইন করে দেবে।
২৩. উত্তর হতে হবে যথাযথ।
২৪. বহু নির্বাচনিতে নজর দাও।
২৫. গানিতিক সমস্যায় নজর দাও।
২৬. বর্ণনামূলক প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে লিখবে।
২৭. ইংরেজী বিষয়ে উত্তর লেখার সঠিক নিয়ম শিখে নাও।
২৮. বড় প্রশ্নের উত্তর পয়েন্ট করে লিখবে।
২৯. রাত জেগে অধিক পড়ালেখা করবে না।
৩০. সকাল সকাল ঘুম থেকে উঠবে।
লেখক ঃ
প্রধান শিক্ষক
জুমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
রামু, কক্সবাজার।
মোবাইল নাম্বার-০১৮১২-৭৩৬২৩৪
পাঠকের মতামত