ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৮/২০২৩ ১১:১৯ এএম , আপডেট: ০১/০৮/২০২৩ ১১:২১ এএম

পুলিশের অনুমতি না পাওয়ায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আজ মঙ্গলবার সমাবেশ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে জামায়াতে ইসলামী। জানাগেছে, বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবে দলটি।
এদিকে দলটির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আগামী শুক্রবার অথবা শনিবার সরকারি ছুটির দিনে আবারো সমাবেশের অনুমতি চাইবে জামায়াত।

দলটির নির্বাহী পরিষদের ও সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, জামায়াত নিয়ামতান্ত্রিক রাজনৈতিক দল। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সমাবেশ করতে চায়। আমাদের সাংবিধানিক এই অধিকার পালনে বাধা দিয়ে সংবিধান লঙ্ঘন করেছে পুলিশ প্রশাসন।
এর আগে সমাবেশের অনুমতি চেয়ে গত ২৫ জুলাই ইমেইলে ডিএমপিতে চিঠি দেয় জামায়াত। ওইদিন বিকেলে জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ সম্পর্কে অবহিত করে সহযোগিতা চায়। কিন্তু জামায়াতে ইসলামীকে ১ আগস্ট সমাবেশ করার জন্য অনুমতি দেওয়া হয়নি বলে জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম।

তিনি বলেন, ‘জামায়াতকে মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। আগস্ট মাস জাতীয় শোকের মাস। শোকের মাসের প্রথম দিনে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। সুত্র; বাংলাভিশন

পাঠকের মতামত

ন্যূনতম খাদ্য গ্রহণে খরচ করতে হচ্ছে দারিদ্র্যসীমার ব্যয়ের চেয়ে প্রায় ৭০% বেশি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে সুস্থভাবে জীবনধারণের জন্য প্রতিদিন যে পরিমাণ খাদ্যশক্তি (২ হাজার ১০০ ...

রোহিঙ্গাদের আত্তীকরণের পক্ষে নয় বাংলাদেশ: পররাষ্ট্র সচিব

রোহিঙ্গাদের আত্তীকরণ বাংলাদেশের জন্য বিবেচনাযোগ্য বিকল্প নয় বলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঢাকা প্রধান ল্যান্স ...