পুলিশের অনুমতি না পাওয়ায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আজ মঙ্গলবার সমাবেশ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে জামায়াতে ইসলামী। জানাগেছে, বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবে দলটি।
এদিকে দলটির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আগামী শুক্রবার অথবা শনিবার সরকারি ছুটির দিনে আবারো সমাবেশের অনুমতি চাইবে জামায়াত।
দলটির নির্বাহী পরিষদের ও সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, জামায়াত নিয়ামতান্ত্রিক রাজনৈতিক দল। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সমাবেশ করতে চায়। আমাদের সাংবিধানিক এই অধিকার পালনে বাধা দিয়ে সংবিধান লঙ্ঘন করেছে পুলিশ প্রশাসন।
এর আগে সমাবেশের অনুমতি চেয়ে গত ২৫ জুলাই ইমেইলে ডিএমপিতে চিঠি দেয় জামায়াত। ওইদিন বিকেলে জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ সম্পর্কে অবহিত করে সহযোগিতা চায়। কিন্তু জামায়াতে ইসলামীকে ১ আগস্ট সমাবেশ করার জন্য অনুমতি দেওয়া হয়নি বলে জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম।
তিনি বলেন, ‘জামায়াতকে মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। আগস্ট মাস জাতীয় শোকের মাস। শোকের মাসের প্রথম দিনে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। সুত্র; বাংলাভিশন