প্রকাশিত: ২২/০৫/২০১৬ ৯:২০ এএম , আপডেট: ২২/০৫/২০১৬ ৯:২৩ এএম

নিজস্ব প্রতিবেদক:

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টিভির অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘তালাশ’-এর অনুসন্ধান টিমে ফিরে এসেছে টিমের পুরনো সদস্য কমল সালাউদ্দিন, কাজী ইসমাইল ও গোলাম কিবরিয়া।

একই সঙ্গে তালাশ টিমে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে যোগ দিয়েছেন এস এম নুরুজ্জমান।

এ ছাড়া জ্যেষ্ঠ প্রতিবেদক পদে কমল সালাউদ্দিন ও সিনিয়র ভিডিওগ্রাফার পদে যোগ দিয়েছেন কাজী ইসমাইল ও গোলাম কিবরিয়া। এই চারজনেরই পূর্বের কর্মস্থল ছিল যমুনা টেলিভিশন।

আবার ফিরে আসা সম্পর্কে কমল সালাউদ্দিন জানান, তালাশ থেকে বেরিয়ে গিয়ে কিছু সদস্যের আবার ফিরে আসাতে এক ধরনের স্বাচ্ছন্দ্য তৈরি হয়েছে টিমে। ১০০ পর্ব প্রচারিত হওয়ার পর ২ মাসের বিরতি শেষে তালাশ এখন ফিরে আসার প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে।

দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, দর্শকদের অপেক্ষার কারণেই তালাশ বার বার ফিরে আসে। এবারও আসবে নানা ধরনের অপরাধ ও সামাজিক অসঙ্গতি তুলে ধরতে।

আরও বড় কলেবরে তালাশ ফিরবে আসবে উল্লেখ করে তিনি বলেন, তালাশ এবার পরিকল্পিতভাবেই দর্শকের আরও কাছাকাছি যাবে। তার চেয়েও বড় কথা হলো, এবার তালাশ শুরু হওয়ার পর থেকে দর্শকদের আর ১৫ দিন করে অপেক্ষা করতে হবে না নতুন পর্ব দেখার জন্য।

উল্লেখ্য, প্রতি শুক্রবার রাত সাড়ে ৯টায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রচারিত হয় অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘তালাশ’।

সূত্র

পূর্ব পশ্চিম

পাঠকের মতামত

মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুড়ার সেই শিশুটি

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) ...