ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৬/২০২৪ ৫:৩৩ পিএম

সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসসূচি ফের সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করার সিদ্ধান্ত হয়েছে।
আসন্ন ঈদুল আজহার পর প্রথম কার্যদিবস থেকে এ অফিসসূচি কার্যকর হবে।

আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

বর্তমানে সরকারি অফিসসূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

উল্লেখ্য, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়।

পাঠকের মতামত

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরে সম্মানসূচক প্রেসিডেন্সিয়াল পদক পেলেন সেনাপ্রধান

সার্বিক উন্নয়নের জন্য বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মানসূচক প্রেসিডেন্সিয়াল পদক পেয়েছেন ...