প্রকাশিত: ০৭/০৯/২০১৮ ৯:৪৫ এএম
ফাইল ছবি

মুন্সীগঞ্জে পুলিশের গুলিতে সন্দেহভাজন দুই জঙ্গি নিহত হয়েছেন। পুলিশের দাবি- পুলিশের চেকপোস্টে হামলার পর পাল্টা গুলিতে তারা নিহত হয়েছেন।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) ভোরে জেলার শ্রীনগর উপজেলায় এ ঘটনা ঘটে

নিহত জঙ্গিদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি। তবে প্রকাশক ও ব্লগার শাহজাহান বাচ্চু হত্যায় নিহত দুজন জড়িত ছিল বলে দাবি করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোরে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ পাল্টাগুলি চালালে ঘটনাস্থলেই দুই জঙ্গি নিহত হয়। ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত

যে কারনে মামলার মুখে পড়তে পারে ইউনিয়ন ব্যাংক

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ অবস্থায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ‘নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’ এ মামলার হুঁশিয়ারি দিয়েছে সংশ্লিষ্ট ...

রোহিঙ্গাদের কোনো অবস্থাতে প্রবেশ করতে দেব না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থাতে প্রবেশ করতে দেব না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) ...