বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
পেকুয়ায় কিশোরীর লাশ উদ্ধার
প্রকাশিত - ডিসেম্বর ২৫, ২০১৬ ৮:১৯ পিএম
ইমরান হোসাইন, পেকুয়া
পেকুয়ায় ফাতেমা বেগম (১৭) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের শরত ঘোনা এলাকার বাড়ি থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। সে একই এলাকার সাবেক ইউপি সদস্য মোক্তার আহমদের কন্যা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ জিয়া মোঃ মোস্তাফিজ ভূঁইয়া বলেন, আত্মহত্যা খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
Copyright © 2024 UkhiyaNews.Com. All rights reserved.