প্রকাশিত: ১৫/০৭/২০১৬ ৬:৩৯ এএম

মুহাম্মদ হাসেম , পেকুয়া :

পেকুয়ায় চাচার বিরুদ্ধে ভাতিজার স্ত্রীকে ধর্ষন চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ১২জুলাই সকাল ১১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের মৌলভী হাসানের জুম এলাকায়। ওই ঘটনা জের ধরে এলাকায় উত্তেজনা চলছে। খোদ আপন চাচার হাতে পুত্র বধুর সম্ভ্রম হানির খবর এলাকায় ছড়িয়ে পড়লে জন বিদ্বেষ ও ঘৃনা জন্মে চাচার বিরুদ্ধে। চাচার ওই আচরনে ক্ষুব্ধ হয়েছেন মানুষ। জনরোষ থেকে বাচতে আপাতত লাপাত্তা হয়েছেন ওই লম্পট চাচা। গৃহ বধুর নাম আমেনা বেগম (২৮)। তিনি ওই ইউনিয়নের গর্জনীয়া এলাকার রিদুওয়ান মাঝির স্ত্রী। চাচা শাশুরের নাম নজির আহমদ (৫০)। তিনি মৌলভী হাসানের জুম এলাকার মৃত.ফতেয় আলীর ছেলে। তিনি হাসানের জুম এলাকার সমাজপতি বলে জানা গেছে। এ ব্যাপারে গৃহবধু আমেনা বেগম জানিয়েছেন ওইদিন সকালে আমি ডিম ক্রয় করতে চাচা শাশুর নজির আহমদের বাড়িতে যাই। সাথে আমার এক বছর বয়সের একটি শিশু কন্যা আবিদা সোলতানা কলিকে কোলে করে নিয়ে যায়। বাড়িতে গিয়ে দেখি চাচি শাশুড়ি নেই। বাড়িতে চাচা শাশুর ছাড়া কেউ ছিলনা। ডিমের কথা বললে তিনি আমাকে রুমের ভিতরে নিয়ে যায়। এ সময় দরজা জানালা আটকিয়ে আমাকে সরাসরি কুপ্রস্তাব দেয়। ওই মুর্হুতে আমি ইজ্জত বাচাতে আমি দ্রুত পালিয়ে আসার চেষ্টা করি। কিন্তু ওই লম্পট আমাকে ঝাপটিয়ে ধরে জোর করে ধর্ষন চেষ্টা চালায়। তার লালসা থেকে বাচতে আমি কাকুতি মিনতি করি। এক পর্যায়ে আমি পালিয়ে এসে নিজের সম্ভ্রম রক্ষা করেছি। বিষয়টি আমি তাৎক্ষনিক আমার শাশুড়ি ও স্বামিকে জানায়। গৃহবধু আমেনার স্বামী রিদুওয়ান মাঝি জানায় আমার স্ত্রী সতী নারী। নজির আহমদ আমার চাচা। সে আমার বাবার আপন জেঠাতো ভাই। পুত্রবধুর সাথে এমন আচরন করবে কল্পনার বাইরে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আবু ওমর ও গন্যমান্য ব্যক্তিদের জানিয়েছি। আইনি পদক্ষেপে যাবার সিদ্ধান্ত নিয়েছি। নজির আহমদ জানায় সে আমার ছেলের বউ। ঠিকই ডিম নিতে আসে। আমি ঘুম ছিলাম। শোকেসের মালামাল নড়াচড়া করতে আমার ঘুম ভাঙ্গে। সে চুরি করতে আসে। ধরা পড়ে যাওয়ায় এখন অপবাদ দিচ্ছে। আমি হজ্ব করেছি।

স্থানীয়রা জানায় নজির আহমদ একজন লম্পট চরিত্রের। এর আগেও সে বিভিন্ন বাড়িতে অনৈতিক কাজে ধরা পড়ে।

পাঠকের মতামত

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের তিন দিনব্যাপী কর্মশালা শুরু

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে শুরু হয়েছে ’আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও জনস্বার্থ সাংবাদিকতা’ শীর্ষক তিনদিনব্যাপী ...

ফ্যাসিবাদ ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করুন : টেকনাফে মাওলানা মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ শাহজাহান বলেছেন, ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত ব্যতিক্রমধর্মী বাংলাদেশ ...