গত ২৬/০৯/২০২২ ইং তারিখে অনলাইন নিউজ পোর্টাল উখিয়া নিউজ ডটকমসহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে ‘পেকুয়ায় ঘুষের জন্য চাকুরী হলো না তরুনীর’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি সঠিক নয়। আমরা উক্ত সংবাদ এর প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ প্রকাশের পর এনজিও শেড তিন সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান কমিটি গঠন করে। এরপর অনুসন্ধান দল সরেজমিনে পেকুয়ায় তদন্তে এসে উভয় পক্ষের সাথে কথা বলে ঘটনার পারিপার্শ্বিক তথ্য সংগ্রহ করেন। পেকুয়া উপজেলায় এনজিও শেড এর কর্মকর্তা কফিল উদ্দিনের বিরুদ্ধে জনৈক পিং কিং মারমার দায়েরকৃত অভিযোগের সত্যতা পায়নি এনজিও শেড এর অনসন্ধান দল (তদন্ত কমিটি)। এনজিও শেড এর অনুসন্ধান দলের সরেজমিন তদন্তের ভিত্তিতে উঠে এসেছে, পেকুয়ায় ইউনিসেফের একটি প্রকল্পে এনজিও শেড কর্তৃক নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ ও সকল নিয়ম অনুসরণ করে মেধা তালিকার ভিত্তিতে কার্যক্রম সম্পম্ন করা হয়েছে। অভিযোগকারীনি পিং কিং মারমা মুল সমদ দেখাতে অক্ষম হওয়ায় তার নিয়োগ বাতিল করা হয়। শেড কর্মকর্তা কফিলের বিরুদ্ধে পিং কিং মারমা কর্তৃক আনিত ঘুষ, টাকা লেনদেন, খারাপ আচরণ ও শ্লীলতাহানি করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। সরেজমিনে তদন্তে যাহার সত্যতা পাওয়া যায়নি। এহেন অভিযোগ প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে মর্মে প্রতিবেদনে পরিলক্ষিত হয়। উল্লেখ্য যে, গত ০৫/০৯/২০২২ ইং তারিখ সংস্থার নোটিশ বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ও ১২/০৯/২০২২ ইং তারিখে পেকুয়ায় অবস্থিত শেড এর আইএফসি সেন্টারে সকল নিয়ম মেনে ভলান্টিয়ার নিয়োগ পরীক্ষার লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয় এবং মেধা তালিকার ভিত্তিতে বিগত ১৮/০৯/২০২২ইং তারিখ যোগদানের জন্য শেড পেকুয়া অফিসে আহবান করা হয়। ঐ নিয়োগ পরীক্ষায় পিং কিং মারমা নামক একজন নারী অংশগ্রহণ করেন। যার চাকুরীতে যোগদানের তারিখ ছিল ১৮/০৯/২০২২ ইং, কিন্তু পিং কিং মারমা ঐদিন তার নিজের সঠিক এসএসসির মূল সনদপত্র দেখাতে অক্ষম হন। এনজিও শেড এর পেকুয়ার কর্মকর্তা কফিল উদ্দিনের বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার কোন সত্যতা নাই। অভিযোগকারী পিং কিং মারমা এনজিও কর্মকর্তা কফিলের সাথে তার ভুলবুঝাবুঝি হয়েছে মর্মে জানিয়ে প্রশাসনের যে সব দফতরে যে অভিযোগ দায়ের করেছেন তা প্রত্যাহারও করে নিয়েছেন। তাই এনজিও শেড এর কর্মকর্তা কফিলকে জড়িয়ে প্রকাশিত সংবাদে প্রশাসনসহ সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।
প্রতিবাদকারী
এনজিও শেড
কক্সবাজার
পাঠকের মতামত