গত ১২ নভেম্বর উখিয়া নিউজ ডটকম ও গত ১৪ নভেম্বর দৈনিক ইনানী ও কয়েকটি পত্রিকায় "মনখালীতে সমান তালে চলছে বন উজাড় ও পাহাড় কাটা" এবং " মনখালীতে চলছে ভূমি দস্যু বাহাদুরের পাহাড় কাটার তান্ডব " শিরোনাম সম্বলিত শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে উল্লেখ করা হয়েছে আমি নাকি বন উজাড় করে পাহাড় কেটে মাটি ব্যবসা করছি। আসলে আমি আমাদের ব্যক্তিগত জমি থেকে মাটি তুলে একটি গর্ত ভরাট করতেছি। আমার পরিবার এলাকার একটি সনামধন্য পরিবার। এলাকার কিছু কূ-চক্রি মহল ব্যক্তিগত সার্থ হাসিল ও আমাদের পরিবারের ইমেজ নষ্ট করার জন্য রাজনৈতিক ইস্যু ধরে পত্রিকায় এরকম সংবাদ প্রচার করছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদীত। আমি সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
বাহাদুর আলম
মনখালী, উখিয়া, কক্সবাজার।