বরাবরে,
সিভিল সার্জন
বান্দরবান পার্বত্য জেলা।
বিষয়ঃ কৈফিয়ত তলবের জবাব।
সূত্র: সিএস/বি-বান/শা-৪/২০১৭/২৭৬ তাং- ২৬/০১/২০১৭ইং।
মহোদয়,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, উপরোক্ত সূত্রের আলোকে নির্দেশিত হয়ে আমার জবাব সদয় অবগতি ও সহানুভূতির সহিত বিবেচনার জন্য নি¤েœ পেশ করলাম:-
১। জনাবা মাধবী লতা আসাম, স্যানিটারী ইন্সপেক্টর লামা উপজেলা কর্তৃক আমার বিরুদ্ধে যে অভিযোগ আনয়ন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রনোদিত ও ষড়যন্ত্রমূলক। তথা কথিত ২০১৪ সালের অভিযোগ ২৮/১২/২০১৬খ্রি: তারিখে উত্থাপন রহস্যজনক। অভিযোগে প্রশিক্ষনের নাম, দিন, ক্ষণ তারিখ কিছুই উল্লেখ নেই। আমাকে সামাজিক ও চাকুরীজীবনে হেয় প্রতিপন্ন করা চরিত্রে কালিমা লেপন ছাড়া আর কিছুই নয়।
২। তথাকথিত মহাখালীর একটি হোটেল উল্লেখ করে যে অভিযোগ আনয়ন করা হয়েছে, সে হোটেল এর নামও উল্লেখ নেই। হোটেলে এ ধরনের কু প্রস্তাব চিল্লাচিল্লি ঘটে থাকলে বোর্ডিং মালিক, বোর্ডিং ম্যানেজার, কর্মচারী বিষয়টি জানে মর্মে স্বাক্ষ্য প্রমানের কথা উল্লেখ থাকাও সমীচিন ছিল। তিনি কথিত ঘটনার অব্যবহিত পর কোন বিভাগীয় কর্মকর্তা, থানা, আদালত, সামাজিক স্থানীয় ক্ষেত্রে কোথাও জানান নি।
৩। আসল হেতু হচ্ছে ইতিপূর্বে অভিযোগকারী স্যানি: পরিদর্শক জনাবা মাধবী লতা আসাম, অধীনকে অন্য জেলায় বদলির জন্য উঠেপড়ে লাগেন বিষয়টি আমি গুরুত্ব দিই নি। এমন, কি তিনি আমাকে চলে যেতে বাধ্য করাবেন বলে ও হুমকি প্রদান করেন। বিষয়টি আমলে না নেওয়া ছিল আমার ভূল সিদ্ধান্ত।
৪। অভিযোগকারী স্যানিটারী পরিদর্শক জনাবা মাধবী লতা আসাম, আমার মায়ের সমবয়সী তাহার জন্ম তাং ২৭/০৬/১৯৭২ইং পক্ষান্তরে আমার জন্ম তারিখ: ২৫/১০/১৯৮৩খ্রি:। তিনি আমার মায়ের সমতুল্য। আমি তাকে বয়োজ্যেষ্ট স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে মায়ের মত শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করি। ছেলের সমতুল্য একজন কর্মচারীর পক্ষে এ ধরনের কুপ্রস্তাব ও যৌন হয়রানী করা অচিন্তনীয় ব্যাপার। এছাড়াও আমি একজন বিবাহিত কর্মচারী ।
৫। আমি জেলা স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে অভিযোগকারী মাধবী লতা আসাম ছাড়াও অপরাপর কোন নারী সহকর্মীর সাথেও এধরণের আচরণ করিনি ও অনৈতিক সর্ম্পক নেই। আমার চাকুরী জীবনের রেকর্ডে নৈতিক স্থলনজনিত কোন তথ্য নেই বা ছিল না। আমাকে বিব্রত করা, আমার বিরুদ্ধে কুৎসা রটিয়ে আমার চাকুরীতে নিবেদিত হয়ে কাজ করার বিষাক্ত প্রভাব সৃষ্টি করতে অজ্ঞাত উদ্দেশ্যে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করার লক্ষে আতœঘাতি পদক্ষেপ নিয়েছেন। বিনা-তথ্য প্রমানে দীর্ঘদিন পর ভিত্তিহীন অভিযোগ দায়ের করে বর্তমান সামাজিক অবস্থায় পুরুষ হিসেবে আমার অবস্থান নাজুক দেখে এধরনের মিথ্যা অভিযোগে নিজের পক্ষে অনায়াসে সহানুভুতি পাওয়া যাবে এ ভরসায় তিনি নিজেকে নিয়ন্ত্রন না করে এক সর্বনাশা খেলায় অবর্তীন হয়েছেন।
অতএব আমাকে মিথ্যা ভিত্তিহীন অভিযোগের দায় থেকে অব্যহতি দেওয়ার সবিনয়ে প্রার্থনা করিতেছি।
বিনীত নিবেদক
তারিখ: ৩১/০১/২০১৭ খ্রি:
(সুজন বড়–য়া)
জেলা স্যানিটারী ইন্সপেক্টর
সিভিল সার্জন অফিস
বান্দরবান পার্বত্য জেলা।