প্রকাশিত: ২৩/১২/২০১৭ ৩:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:০৮ এএম

ডেস্ক রিপপোর্ট::
অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন বর্তমানে অবস্থান করছেন মিশরে। ঘুরে দেখছেন পিরামিড’সহ দেশটির আলোচিত স্থাপনা। সাথে খুলে দিলেন স্মৃতির ঝাঁপি। শাওন ফেসবুক স্ট্যাটাসে বললেন, ‘প্রণয়ের কালে হুমায়ূন আমায় ডাকতেন মিশরীয় রাজকন্যা।’

পিরামিড, স্ফিংস, ফারাও, মমি, তুতেন খামুন, রেমেসিস ২, ক্লিওপেট্রা, নেফারতিতি— এই নামগুলো কৈশোরেই মাথার মধ্যে ঢুকে গিয়েছিল জানান তিনি।

শাওন লেখেন, “স্কুলের বইয়ের পাতায় নীল নদের তীরে মিশর সভ্যতা গড়ে ওঠার ইতিহাস পড়ে ‘নীল’ নদের নামটা হৃদয়ে গেড়ে বসল। ‘নীল নদের জল আসলেই কি নীল?’ এই প্রশ্নের উত্তর মনে মনে কত খুঁজেছি! স্থাপত্যকলায় পড়বার সময় মিশরের প্রাচীন স্থাপনার রহস্যে অভিভূত হয়েছি আর মনে মনে ভেবেছি- ‘একবার মিশর যেতেই হবে’।”

প্রয়াত স্বামী হুমায়ূন আহমেদকে নিয়ে লেখেন, “সবসময় মাঝে সিঁথি করে চুল ছেড়ে রাখতাম বলে প্রণয়ের কালে হুমায়ূন আমায় ডাকতেন ‘মিশরীয় রাজকন্যা’। নিজেকে কোনো এক ফারাও রাজকন্যা ভেবে মনে মনে পুলকিতও হয়েছি কখনো কখনো।”

আরো জানান, ২০০৪ সালের পর দুইবার পরিকল্পনা করেও শেষ পর্যন্ত হুমায়ূনের সঙ্গে মিশর দর্শন হয়নি। এবার স্থাপত্য বিষয়ক একটি সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ আসতেই লুফে নিয়েছেন।

শাওনকে অনেকদিন অভিনয়ে দেখা যায় না। সম্প্রতি জানালেন, গানে নিয়মিত হবেন।

২০১৬ সালে মুক্তি পায় তার পরিচালনায় নির্মিত প্রথম সিনেমা ‘কৃষ্ণপক্ষ’। এছাড়া ‘নক্ষত্রের রাত’ নামের আরেকটি সিনেমা প্রি-প্রডাকশন পর্যায়ে রয়েছে। দুটোর গল্পই হুমায়ূন আহমেদের উপন্যাস থেকে নেওয়া।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...

বুবলীকে কক্সবাজারের শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন, পরিচালকের দাবি

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিক চলচ্চিত্র বানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। নায়িকাকে নিয়ে তাই ...