উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মুফতি ওলামায়ে কেরামদের নিয়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্টের ই/৬ ব্লক সংলগ্ন মফিজের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রোহিঙ্গা নেতা দীল মোহাম্মদ।
সমাবেশে নিজ মাতৃভূমি মায়ানমারের টেকসই ও নিরাপদে দ্রুত প্রতাবাসনের দাবী জানানো হয়। একই সাথে ইত্তেফাক, ইত্তেহাদে স্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশস্থল।
এসময় বক্তারা বলেন, নিজ দেশ মায়ানমার আজাদের জন্য রক্ত বিসর্জন দিতে হলে রোহিঙ্গা ক্যাম্পে নয় বরং আরাকানে গিয়ে রক্ত দিয়ে আরাকান স্বাধীন করতে হবে।
সমাবেশে প্রথমে কোরআন তেলাওয়াত পরবর্তীতে বিভিন্ন ইসলামিক সংগীত পরিবেশন করা হয়। পর্যায়ক্রমে বক্তব্য রাখেন রোহিঙ্গা নেতা আবু আলম, আব্দুল রহিম, মৌলভি জুবায়ের, মৌলভি রহমত করিম, আনোয়ার সাদেক ও মাস্টার মুজিব। এছাড়াও বিভিন্ন রোহিঙ্গা গ্রুপ ভিত্তিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে উখিয়া ও টেকনাফের ৩২ টি রোহিঙ্গা ক্যাম্পের প্রায় ১০ হাজারের অধিক রোহিঙ্গা মুফতি,ইমাম,মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থী/যুব সমাজ উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোঃ সিরাজ আমিন।
সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি নিয়ে এবং শর্ত সাপেক্ষে রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশটি আয়োজন করেছে বলে জানান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তা।