
প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা করে নেওয়ায় উচ্ছ্বসিত মেহেদী হাসান মিরাজ।
২০১৭ সালে ওয়ানডে অভিষেকের পর এমন আনন্দের ক্ষণ খুব কমই এসেছে মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ারে। করোনা ঝরের কারণে ১০ মাস ১০ দিন পর আন্তর্জাতিক মঞ্চে ফিরেই বাজিমাত করেছেন মিরাজ। ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের মিশনে এই অফস্পিনার নিয়েছেন ২.৭ ইকোনমিতে ৭ উইকেট। অসাধারণ বোলিংয়ে ক্যারিয়ার সেরা র্যাংকিংয়েও মিরাজ।
১৩ নম্বর থেকে আইসিসির ওয়ানডে বোলিং র্যাংকিংয়ের চার নম্বর অবস্থানে মিরাজ। ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসির বোলারদের র্যাংকিংয়ে শীর্ষ দশের মধ্যে থাকায় দারুণ খুশি এই অফস্পিনার।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার মিরজা বলেন, ‘আলহামদুলিল্লাহ খবু ভালো লাগছে খবরটা শুনে। আমি সত্যিই খুব খুশি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সুযোগ পাব কি না, তাই জানতাম না। কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট পেয়েছি।’
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বদলে দিয়েছে মুস্তাফিজকেও। র্যাংকিয়ের আটে এই পেসার। বন্ধুর অর্জনেও গর্বিত মিরাজ বলেন, ‘মোস্তাফিজের সঙ্গে বয়সভিত্তিক দলে খেলেছি। আমার বন্ধুর সাফল্যে দারুণ খুশি আমি। অনেক দিন ও সেরা ছন্দ খুঁজে পাচ্ছিল না। এ সিরিজে সেটাই পেয়েছে। ও র্যাংকিংয়ে এগিয়ে যাওয়ায় গর্বিত আমি।’
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে সুপার লিগে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। বিষয়টা বেশ রোমাঞ্চিত করে মিরাজকেও। নিজের পারফরমেন্স নিয়ে আরো সিরিয়াস মিরাজ। দলের প্রয়োজন অনুযায়ী খেলায় আরো পরিবর্তন আনার লক্ষ্য মিরাজের।
মিরাজ বলেন, ‘ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করায় সত্যিই খুব ভালো লাগছে। এতে ওয়ানডে সুপার লিগেও পয়েন্ট পেয়েছি আমরা। আমার খেলা নিয়েও আমি আগের চেয়ে বেশি সিরিয়াস। দলের প্রয়োজনে পারফরমেন্সে উন্নতি আনতে চাই।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের প্রাথমিক দলে আছেন মিরাজ। সুযোগ পেলে আরো ভালো খেলার পরিকল্পনা তার।
পাঠকের মতামত