আগামী দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। গতকাল ১৮ নভেম্বর সকাল ১০ টা থেকে ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। এতে প্রথম দিনেই কক্সবাজার-৩ আসনে ছয়জন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম কিনেন।
তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বর্তমান সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিফ ফাতেমা আহামদ। এসময় তাঁর সাথে ছিলেন তাঁর স্বামী সাবেক সংসদ সদস্যস ও জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহামদ চৌধুরী, এছাড়া মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান লে. কর্নেল অবসরপ্রাপ্ত ফোরকান আহমেদ, ব্যা রিস্টার মিজান সাঈদ, রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল ও জেলা কৃষক লীগের সভাপতি আতিক উদ্দিন চৌধুরী।
এদিকে কক্সবাজার -১ চকরিয়া-পেকুয়া আসনে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য রাশেদুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে। কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন প্রকৌশলী ইসমত আরা ইসমু।
এদিকে দলীয় মনোনয়ন ফরম নিতে ইতোমধ্যে কক্সবাজার ৪ টি সংসদীয় আসনের বর্তমান সংসদ সদস্যগন ছাড়াও অনেকে ঢাকা রওয়ানা দিয়েছেন বলে জানা গেছে।
এদিকে সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রথম দিনেই ১ হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এর মধ্যে সরাসরি এক হাজার ৫০ জন আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এতে দলটির আয় হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা।
শনিবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম দিনের মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এই তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি জানান, প্রথম দিনেই এক হাজার ৬৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সরাসরি এক হাজার ৫০ আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ২১৩টি, চট্টগ্রাম বিভাগে ১৯৮টি, সিলেট বিভাগে ৫৫টি, ময়মনসিংহ বিভাগে ১০৫টি, বরিশাল বিভাগে ৭৫টি, খুলনা বিভাগে ১২৫টি, রংপুর বিভাগে ১০৯টি ও রাজশাহী বিভাগে ১৬৯টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। ফরম বিক্রি থেকে আয় হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা।
এর আগে সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে প্রথমে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ। এরপর মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
পাঠকের মতামত